৫০ টুকরো হয়ে যাচ্ছে! মেয়েদের লিভ ইন থেকে দূরে থাকার পরামর্শ উত্তরপ্রদেশের রাজ্যপালের
প্রতিদিন | ১০ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিভ ইন সম্পর্ক এখন ‘ট্রেন্ড’! অনেক সময় একত্রবাসে থাকা যুগল অপরাধ করছেন বা শিকার হচ্ছেন! এবার লিভ ইন সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল। বললেন, “আমি মেয়েদের উদ্দেশ্যে কেবল একটি কথা বলতে চাই। লিভ ইন সম্পর্ক আজকাল একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। তা থেকে দূরে থাকুন। আপনারা নিশ্চয়ই মহিলাদের ৫০ টুকরো করে হতে দেখছেন।”
উত্তরপ্রদেশের রাজ্যপাল হওয়ায় আনন্দীবেন পাটেল ওই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যও। সম্প্রতি, বারাণসীতে মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠের ৪৭তম সমাবর্তন অনুষ্ঠানে যান তিনি। সেখানেই লিভ ইন সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, “গত কয়েকদিন ধরে আমি এই ধরনের খবর শুনছি। বারবার ভাবছি, আমাদের মেয়েরা কেন এমন করে? এটা আমাকে খুব কষ্ট দেয়।” এই সংক্রান্ত বিষয়ে এক বিচারকের সঙ্গে তাঁর আলোচনার প্রসঙ্গ তুলে এনে আনন্দীবেন বলেন, “বিশ্ববিদ্যালয়গুলিতে সচেতনতামূলক প্রচারণা শুরু করা উচিত। যাতে তরুণীরা নিজেদের রক্ষা করতে পারে।”
এই প্রথম নয় দিনকয়েক আগেও লিভ ইন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। লিভ ইনের পরিণাম ভয়াবহ হতে পারে বলে মন্তব্য করেছিলেন তিনি। বালিয়ায় জননায়ক চন্দ্রশেখর বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, “লিভ ইন ফলে ১৫ থেকে ২০ বছর বয়সি মেয়েদের এক বছরের বাচ্চাদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখবেন।” এছাড়াও যুবসমাজের মধ্যে মাদকের ব্যবহার বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন উত্তরপ্রদেশের রাজ্যপাল। ওই রাজ্যের প্রতিটি তরুণ মাদক থেকে দূরে থাকলে তিনি সবথেকে খুশি হবেন জানিয়েছেন।