সুমন করাতি, হুগলি: বাড়ি লিখে দিতে রাজি হননি বৃদ্ধ বাবা। যার পরিণতি হল ভয়ানক। বৃদ্ধকে গ্যাস সিলিন্ডার দিয়ে আঘাত করে খুনের অভিযোগ ছোট ছেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হুগলির পাণ্ডুয়ায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম শেখ বসির। তাঁর বয়স ৬৪ বছর। বড়ছেলের মৃত্যুর পর স্ত্রী, পুত্রবধূ, নাতি-নাতনিদের নিয়ে পাণ্ডুয়ার বাড়িতেই থাকতেন তিনি। ছোট ছেলে শেখ মহসিন কর্মসূত্রে থাকত ভিনরাজ্যে। বৃহস্পতিবার বাড়ি ফেরে সে। জানা যাচ্ছে, সন্ধ্যাবেলা মদ খেয়ে বাড়ি ফিরে সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে অশান্তি শুরু করে সে। বাড়ি তার নামে লিখে দেওয়ার দাবি করে। বসির সে কথায় পাত্তা দেয়নি। এতেই মেজাজ চরমে ওঠে মহসিনের।
অভিযোগ, তখনই ঘর থেকে পাঁচ লিটারের গ্যাস সিলিন্ডার নিয়ে বাবার মাথায় আঘাত করে মহসিন। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। তাঁর কান, নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ অভিযুক্ত শেখ মহসিনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, বাবা ছেলের মধ্যে গণ্ডগোল ও মারামারি হয়। তার জেরে ছেলে বাবার মাথায় গ্যাস সিলিন্ডার দিয়ে মারে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে।