• সাতসকালে অ্যাকশন মোডে ইডি, সুজিত বসুর অফিস-সহ কলকাতার ৭ ঠিকানায় হানা
    প্রতিদিন | ১০ অক্টোবর ২০২৫
  • অর্ণব আইচ: ফের অ্যাকশন মোডে ইডি। শুক্রবার সকালে দমকলমন্ত্রী সুজিত বসুর অফিস-সহ কলকাতার ৭ ঠিকানায় হানা দিলেন ইডি আধিকারিকরা। জানা যাচ্ছে, পুর নিয়োগ দুর্নীতি-সহ দুটি পৃথক মামলায় এই হানা।

    পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে ইডি। অয়ন শীল-সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ধীরে ধীরে রহস্যের শিকড়ের কাছাকাছি পৌঁছচ্ছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, শুক্রবার সকালে ফের পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে কলকাতার একাধিক জায়গায় হানা দেন ইডির অফিসাররা। সল্টলেকে দমকলমন্ত্রী সুজিত বসুর অফিস, নিউ আলিপুরে এক আইনজীবীর বাড়ি, নাগেরবাজার, কাউন্সিলর নিতাই দত্তের বাড়িতে যান তাঁরা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও চলছে তল্লাশি। 

    প্রসঙ্গত, দীর্ঘদিন আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছিল সুজিত বসুর নাম। ২০২৪ সালে দমকলমন্ত্রীর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। এবার তাঁর অফিসে পৌছে গেলেন তদন্তকারীরা। জানা যাচ্ছে,  সল্টলেকের যে আবাসনে সুজিত বসুর অফিস, সেখানকার কেউই জানতেন না ওই অফিসটি কার। এদিন সকালে ইডি অফিসাররা হানা দেওয়ায় হতবাক সকলে। এবিষয়ে এখনও সুজিত বসুর কোনও প্রতিক্রিয়া মেলেনি। 
  • Link to this news (প্রতিদিন)