• মনোজের বিরুদ্ধে কী অভিযোগ? মমতাকে চ্যালেঞ্জ করে জানতে চাইলেন শুভেন্দু
    আজ তক | ১০ অক্টোবর ২০২৫
  • 'ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। প্রয়োজনে প্রকাশ করব। উনি নাকি ফোন করে আধিকারিকদের চমকাচ্ছেন ইত্যাদি। মাননীয়া মুখ্যমন্ত্রী বলুন মনোজ আগবালের (CEO WB) বিরুদ্ধে আপনার কাছে কী তথ্য রয়েছে। সেই আধকারিকের নাম প্রকাশ করুন। তাদের দিয়ে চিঠি লেখান জ্ঞানেশ কুমারের কাছে। আমরা সেই সব আধিকারিকের নাম ও ডেজিগনেশন জানতে চাই।' এ ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    এ দিন জাতীয় নির্বাচন কমিশনকে ভয় দেখানোর অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়েছিল বিজেপি। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু অধিকারী।

    'আমরা মনোজ অগরবালের (সিইও) কাছে একটি অভিযোগ দিতে এসেছি... বিষয়টি অত্যন্ত গুরুতর। গতকাল পশ্চিমবঙ্গের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নতে রাজ্যের মুখ্যসচিব, এক্সটেশনে থাকা মনোজ পান্থের উপস্থিতিতে নির্বাচন কমিশন ও তার প্রতিনিধিদের সিইও মনোজ অগারবালকে আক্রমণ করেছেন বিলো দ্যা বেল্ট... সিইও বেড়ে খেলেছে, এই ভাষা গণতন্ত্রের তরফে খুব খারাপ। এই ভাষা প্রশাসনের তরফে হুমকি দেওয়ার শামিল।'

    এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন শুভেন্দু 
    বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনি আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগে তিনি নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি কমিশনের কাছে মুখ্য নির্বাচনি আধিকারিকের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, 'মুখ্যমন্ত্রীও আইনের ঊর্ধ্বে নন।'

    এ দিন তিনি বলেন, 'আমি অনুরোধ করছি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং বাসভবনে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক। কারণ, তিনি একটি আইনশৃঙ্খলাবিহীন রাজ্যে হুমকির মুখে পড়েছেন। ECI-এর উচিত অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। যাতে আমাদের নির্বাচনী ব্যবস্থার অখণ্ডতা রক্ষা পায়। এবং একটি সুস্পষ্ট বার্তা দিতে হবে যে মুখ্যমন্ত্রীও আইনের ঊর্ধ্বে নন।'

    ঘটনার সূত্রপাত কোথায়? 
    বৃহস্পতিবার SIR এর বিরোধিতায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR-র নাম করে NRC হচ্ছে বলে দাবি করেন তিনি। আর এমনটা হলে বাংলায় আগুন জ্বলবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। 

    শুধু তাই নয়, বিএলওদের ডেকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের ইচ্ছেমতো কাগজ তৈরি করতে বলা হচ্ছে বলেও দাবি করেন মমতা। এই সবকিছুর পিছনে দিল্লির একজন মীরজাফরের হাত আছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আর সেই মীরজাফর নিজেও দুর্নীতিতে যুক্ত বলে তাঁর অভিযোগ।

    আর মুখ্যমন্ত্রীর সেই কথাকে কেন্দ্র করেই আক্রমণের ঝাঁঝ বাড়ালেন শুভেন্দু অধিকারী।

     
  • Link to this news (আজ তক)