চা চেয়ে খুন হলেন এক ব্যক্তি, চাঞ্চল্য মুর্শিদাবাদের হরিহরপাড়ায়
বর্তমান | ১০ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: চায়ের দোকানে চা চেয়েছিলেন। আর সেটাই যেন বিরাট অন্যায় করে ফেলেছিলেন আব্দুল খালেক মণ্ডল ওরফে লাল্টু (৫৪)। সেই কারণেই খুন হতে হল তাকে! আজ, শুক্রবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়ার পদ্মনাভপুরে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মৃতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিস ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশেই এক চায়ের দোকানে বসেছিলেন লাল্টু। হঠাৎ চায়ের দোকানদার বাড়ি থেকে ধারাল অস্ত্র এনে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে লাল্টুকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঠিক কী কারণে খুন? তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তি পলাতক।