পুর নিয়োগ দুর্নীতি ও ব্যাংকে ঋণ জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে শহরে অভিযান ইডির
বর্তমান | ১০ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশের পরেই সক্রিয় ইডি। আজ, শুক্রবার সকাল থেকেই শহরের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। সল্টলেক, ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় তল্লাশি চলছে। নাগেরবাজারে এক কাউন্সিলরের বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সকাল থেকেই একাধিক দলে ভাগ হয়ে গিয়ে তল্লাশি অভিযান শুরু করেন ইডির আধিকারিকরা। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে ব্যবসায়ী অয়ন শীলকে প্রথম গ্রেফতার করেছিল সিবিআই।পরে তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার করা হয় বেশ কিছু ওএমআর শিট। সেখান থেকেই পুরসভার নিয়োগেও দুর্নীতির হদিস পান তদন্তকারীরা। অয়নের সংস্থা পুর নিয়োগের ক্ষেত্রে ওএমআরের দায়িত্বে ছিল। এই মামলায় অবৈধভাবে আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখে তদন্তে নামে ইডিও। পুর নিয়োগ দুর্নীতি ছাড়াও আজ, শুক্রবার সকাল থেকে একটি ব্যাংক ঋণ জালিয়াতি মামলায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই কারণে নিউ আলিপুর, গিরিশ পার্ক, শরৎ বোস রোডের মতো কয়েকটি এলাকায় হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। এক বেসরকারি স্কুল মালিকের বিরুদ্ধে ব্যাংক ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে। সেই মামলার তদন্তেও নেমেছে ইডি।