• ফের ধসের কারণে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক
    দৈনিক স্টেটসম্যান | ১০ অক্টোবর ২০২৫
  • ৪ অক্টোবর রাতের দুর্যোগের পর এখনও পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি পাহাড়। তার মধ্যে ফের বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গ-সিকিম লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। এর ফলে রাত থেকে বন্ধ করে দেওয়া হয় জাতীয় সড়ক।

    ২৯ মাইল থেকে গেলখোলা যাওয়ার পথে রাস্তার একটি অংশ খাদে তলিয়ে যায়। এর জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। শুক্রবার থেকেই শুরু হয়েছে রাস্তা মেরামতির কাজ। তবে সড়কের একটি বিস্তীর্ণ অংশ পুরোপুরি ধসে যাওয়ায় দ্বিমুখী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সিকিম ও বাংলার মধ্যে যাতায়াতের জন্য অন্য রুট ব্যবহার করা হচ্ছে। এর জেরে ৪ ঘণ্টা বেশি সময় লাগছে।

    ধসের কারণে ১০ নম্বর জাতীয় সড়কে বিশাল বড় গর্ত তৈরি হয়েছে। ধস কবলিত ওই এলাকায় ব্যারিকেড লাগিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন। রাস্তা মেরামতির জন্য পাহাড় কেটে অন্ত ৬ ফুট পথ প্রশস্ত করার কাজ শুরু হয়েছে। বর্তমানে সেভক থেকে লাভা এবং আলগাড়া হয়ে গরুবাথান দিয়ে কালিম্পং ও সিকিমে যান চলাচল করানো হচ্ছে বলে জানা গিয়েছে। বর্তমানে ২৯ মাইলের ক্ষতিগ্রস্ত ওই সড়কে কেবলমাত্র জরুরি ভিত্তিতে যানবাহন যাতায়াত করার অনুমতি দিচ্ছে কালিম্পং জেলা প্রশাসন।

    এই বিষয়ে কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম টি জানিয়েছেন, রাতে সড়কের একাধিক জায়গায় ধস নামে। ধসের কারণে রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। অনেক জায়গায় রাস্তার বেশিরভাগ অংশ ধসে গিয়েছে। সেই কারণে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এনএইচআইডিসিএল কাজ করছে। আপাতত সব গাড়ি ৭১৮ এ জাতীয় সড়ক দিয়ে ঘুরপথে চলাচল করবে বলে জানিয়েছেন তিনি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)