অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্যাস লিক করে লাগল আগুন। নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন এক অঙ্গনওয়াড়ি কর্মী। শুক্রবার সকাল ৮টা নাগাদ ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকের আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আশুতি মোল্লাপাড়া শিশুশিক্ষা কেন্দ্রে ঘটনাটি ঘটেছে। আহত কর্মীর অবস্থা স্থিতিশীল। এই ঘটনার জেরে শুক্রবার স্কুল বন্ধ রাখা হয়েছে।
আহত মহিলার নাম ঊষা নস্কর (৫৫)। শুক্রবার সকালে আইসিডিএস সেন্টারে রান্নার জন্য গ্যাস জ্বালানো সময় হঠাৎ পাইপ লিক করে আগুন লেগে যায়। ঘরে প্রচুর চালের বস্তা ও দাহ্য পদার্থ মজুত ছিল। এর জেরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে রান্নাঘরে থাকা চাল, ডাল, ডিম সহ অন্যান্য খাদ্যসামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ঊষা দেবীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আরও একাধিক সিলিন্ডার মজুত ছিল। বড় দুর্ঘটনা এড়াতে সেগুলি স্থানীয় পুকুরে ফেলে দেন স্থানীয়রা। পাশাপাশি স্কুলের বিদ্যুৎসংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
শুক্রবার সকালে দুর্ঘটনার সময় কোনও শিশু স্কুলে ছিল না। শিশুরা থাকলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে অনুমান করা হচ্ছে। প্রতিদিনের মতো এদিনও ঊষা দেবী রান্না করতে আইসিডিএস সেন্টারে এসেছিলেন। সময়মতো রান্নাও শুরু করেছিলেন তিনি। সেই সময় হঠাৎ আগুন লেগে যায়। কর্মীর চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। তাঁরাই আগুন নিভিয়ে আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।