• সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেপ্তার দুই
    দৈনিক স্টেটসম্যান | ১০ অক্টোবর ২০২৫
  • সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। রীতিমতো ‘ভুয়ো’ প্রশিক্ষণ কেন্দ্রে খুলে এই প্রতারণা চালানো হত বলে অভিযোগ। বৃহস্পতিবার গভীর রাতে ব্যারাকপুরের শিউলি এলাকার ওই ‘ভুয়ো’ প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালায় মোহনপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় গোপাল দাস ও নির্মল মাইতি নামে দু’জনকে। তাঁদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। প্রশাসন, পুলিশ কিংবা সেনায় যে কোনও পদে চাকরি পাইয়ে দেবে বলে চাকরিপ্রার্থীদের আশ্বাস দিয়েছিলেন অভিযুক্তরা।

    পুলিশ সূত্রে খবর, নির্মল মাইতি পেশায় অবসরপ্রাপ্ত জওয়ান। সেনার কাজ শেষে তিনি শুরু করেছিলেন এই প্রশিক্ষণ কেন্দ্র। গত কয়েকদিনে প্রায় ২৫০ থেকে ৩০০ জন চাকরিপ্রার্থী ওই প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দিয়েছিলেন। তাঁদের থেকে প্রশিক্ষণ বাবদ বেশ মোটা টাকা হাতান দুই অভিযুক্ত। শিউলির পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ বলেন, ‘আমি জানতাম সেনার পরীক্ষার প্রশিক্ষণ হয় ওখানে। শুনলাম, ওই কেন্দ্র থেকে বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)