• পিস্তল হাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে জনৈক ব্যক্তি, ফের মমতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন!
    ২৪ ঘন্টা | ১০ অক্টোবর ২০২৫
  • রণয় তিওয়ারি: এবার পিস্তল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে ঢোকার চেষ্টা এক জনৈক ব্যক্তির। বাড়িতে ঢোকার মুখেই নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে ওই ব্যক্তি। জানা যাচ্ছে, ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি সল্টলেকের বাসিন্দা, নাম দেবাঞ্জন চট্টোপাধ্য়ায়, বয়স ৫১ বছর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। ফের মমতার বাসভবনে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। 

    দেবাঞ্জন চট্টোপাধ্যায়ের দাদা জানায় গতকাল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তিনি বেশ কিছু কাগজ জমা করার জন্য গিয়েছিলেন এরপর পুলিস তাঁর গাড়ি থেকে একটি খেলনা বন্দুক উদ্ধার করে , বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তাকে ছেড়ে দেওয়া হয়, তিনি একজন বেসরকারি স্কুলের শিক্ষক।

    এর আগে ২০২২ সালে মুখ্যমন্ত্রীর বাসভবন চত্বরে পাঁচিল টপকে ঢুকে পড়েছিল অজ্ঞাত পরিচয় যুবক। ওই যুবক পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর গাড়ি রাখার জায়গায়। শুধুমাত্র মুখ্যমন্ত্রী বাড়ি চত্বরে ঢোকাই শুধু নয়, সারা রাত ওই যুবক ছিলেন ভেতরেই। ধৃত যুবককে জিজ্ঞাসবাদ করে কালীঘাট থানার পুলিস। 

    মুখ্যমন্ত্রী বাসভবনকে মূলত তিনটি সিকিউরিটি জোনে ভাগ করা হয়। পাড়ার যেসব গলি তাঁর বাড়ির কাছাকাছি গিয়েছে সেখানে কড়া নজরদারি থাকার কথা। সেখানে বারবার কীভাবে নিরাপত্তা ভেঙে ঢুকে পড়ছেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। তা নিয়েই উঠছে প্রশ্ন। 

     

  • Link to this news (২৪ ঘন্টা)