• ‘সাধুসন্তদের সাম্প্রদায়িক বলে সমাজবাদী পার্টি, দাঙ্গাবাজদের শান্তির দূত’, তোপ যোগীর
    প্রতিদিন | ১০ অক্টোবর ২০২৫
  • হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জালাউনে এক বিশাল জনসভায় ভাষণ দেন। তিনি সমাজবাদী পার্টি ও তার সভাপতি অখিলেশ যাদবকে তীব্রভাবে আক্রমণ করেন। যোগী বলেন, সপা নেতার চোখে দেশের সাধু-সন্ন্যাসীরাও সাম্প্রদায়িক। অথচ দাঙ্গাবাজরাই তাদের কাছে ‘শান্তির দূত’।

    ​তিনি জানান, বিজেপি-র ডাবল ইঞ্জিন সরকার দাঙ্গাবাজদের উচিৎ শিক্ষা দিয়েছে। নারী ও ব্যবসায়ীদের নিরাপত্তা বিঘ্নিতকারীদের সঠিক পথ দেখিয়েছে এই সরকার। যোগী আদিত্যনাথের কথায়, এই সরকার দাঙ্গাকারীদের সামনে মাথা নত করেনি। বরং তাদের মাথা নত করতে বাধ্য করেছে।

    ​মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির শাসনকালকে চরম সমালোচনা করেন। সপা-র আমলে ‘প্রতি জেলায় একজন মাফিয়া’ তৈরি হয়েছিল। এই মাফিয়ারা যুবকদের কর্মসংস্থান নষ্ট করেছে। তারা মেয়েদের নিরাপত্তা বিপন্ন করেছে। সপা নেতারা অপরাধীদের আরও আস্কারা দিতেন, ‘ছেলেরা ভুল করেই ফেলে’। যোগী বলেন, সমাজবাদী পার্টি এখন গুণ্ডা ও মাফিয়ার কেন্দ্রে পরিণত হয়েছে।

    ​সপা শাসনে গরিব মানুষ সমস্ত মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। রেশন, ঘর, শৌচাগার—সবকিছু থেকে তারা বঞ্চিত ছিল। কিন্তু ডাবল ইঞ্জিন সরকার আসার পর পরিস্থিতি বদলেছে। দুই কোটির বেশি যুবক MSME-র মাধ্যমে কাজ পেয়েছে। উত্তরপ্রদেশ এখন দেশের অর্থনীতি বৃদ্ধির ইঞ্জিন।

    ​এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জালাউন জেলার জন্য ১,৯০০ কোটি টাকার ৩০৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি জালাউনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। ভাষণে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে এবং পঞ্চনদ প্রকল্পের কারণে জালাউনের মাঠ আগামীতে আরও উর্বর হবে।

    ​তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন, দাঙ্গাবাজদের কোনও ক্ষমা নয়। উত্তরপ্রদেশে মাফিয়া বা অরাজকতার কোনও স্থান নেই। মুখ্যমন্ত্রী উন্নয়নের জন্য জনগণের সমর্থন চান। তিনি রাজ্যের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, সমাজ সচেতন থাকলে কোনও গুন্ডা মাথা তুলতে পারবে না।
  • Link to this news (প্রতিদিন)