কর্মীদের আত্মবিশ্বাস বাড়িয়েছেন কুণালরা, প্রতিনিধি দল ফিরতেই স্বাভাবিক ছন্দে ত্রিপুরা তৃণমূলের পার্টি অফিস
প্রতিদিন | ১০ অক্টোবর ২০২৫
প্রণব সরকার, আগরতলা: ত্রিপুরা থেকে তৃণমূলের প্রতিনিধি দল ফিরতেই স্বাভাবিক ছন্দে ফিরছে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস। আগের মতোই সেজে উঠেছে তৃণমূল কংগ্রেস ভবন। স্থানীয় নেতারা বলছেন, বাংলা থেকে প্রতিনিধি দল আসায় তাঁদের মনোবল বেড়েছে।
বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের নষ্ট করে দেওয়া তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ড নিজের হাতে ঠিক করে এসেছিলেন কুণাল ঘোষ। আগের মতোই দলীয় দপ্তর জ্বলজ্বল করছে তৃণমূলের সেই সাইনবোর্ড। যদিও অফিসে হামলাকারীদের একজনকেও এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রদেশ তৃণমূল কংগ্রেসের যুব মোর্চার সভাপতি শান্তনু সাহা জানিয়েছেন, তারা নিয়মিত অফিসে আসছেন। দলের কাজ করছেন। দলীয় কর্মীদের সঙ্গে মিটিং করছেন। কোনও ধরনের সমস্যা হচ্ছে না।
উল্লেখ্য, গত মঙ্গলবার আগরতলার তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। রীতিমতো লাঠি নিয়ে হামলা করা হয়। ছেঁড়া হয় তৃণমূলের পতাকা, ফ্লেক্স। কার্যালয়ের সামনে পড়ে থাকতে দেখা যায় সেগুলি। ক্ষুব্ধ রাজ্যের শাসকদল এক শীর্ষস্তরীয় প্রতিনিধি দলকে ত্রিপুরা সফরে পাঠায়। দু’দিন আগরতলায় থেকে তারা পুনরায় তৃণমূল কংগ্রেসের কার্যালয় স্বাভাবিক করে গিয়েছেন। রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে কথা বলেছেন। রাজ্যপালের কাছে ডেপুটেশন দিয়েছেন। বিমানবন্দরের ধরনা দিয়েছেন।
বেশ কিছুদিন পর ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের এত বড় কর্মসূচি দেখা গিয়েছে। আর তাতেই চাঙ্গা কর্মীরা। শান্তনু সাহা বলেছেন, প্রতিনিধি দল আসায় তারা খুশি। দলীয় কর্মীদের মনোবল বেড়েছে। ফিরে যাওয়ার পরেও তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ রাজ্যের তৃণমূল কর্মীদের সাথে যোগাযোগ রেখে চলেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।