দেবব্রত মণ্ডল, বারুইপুর: সাইকেল নিয়ে বচসা! সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু যুবকের! ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
মৃত যুবকের নাম রঞ্জিত মণ্ডল। তিনি সোনারপুরের শীতলা অঞ্চলের একটি ছোট দোকান চালান। বাজারে এলে তাঁর সঙ্গে স্থানীয় এক ব্যবসায়ীর সাইকেল নিয়ে বচসা বাধে। তা ক্রমে হাতাহাতির আকার নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে যান সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য নারায়ণ রায়। তিনি সেখানে গেলে পরিস্থিতি আরও বিগড়ে যায়। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বদলে ওই পঞ্চায়েত সদস্য উসকানি দিয়েছিলেন।
এরপরই স্থানীয়রা রঞ্জিতকে ঘিরে ধরে মারধর করতে থাকে বলে অভিযোগ। গনপিটুনিতে গুরুতর আহত হন রঞ্জিত। প্রথমে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে কলকাতার চিত্তরঞ্জন হাসপতালে স্থানান্তিরত করা হয় যুবককে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এরপরই পুলিশ তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে নারায়ণ রায়কে গ্রেপ্তার করে।
ঠিক কী হয়েছিল? সামান্য সাইকেল নিয়ে গণপিটুনি ও মৃত্যুর ঘটনা ভাবাচ্ছে প্রশাসনকে। পিছনে অন্য কোনও কারণ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের।