• চা খেতে গিয়ে মুর্শিদাবাদে ‘খুন’ ব্যক্তি, নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক?
    প্রতিদিন | ১০ অক্টোবর ২০২৫
  • কল্যাণ চন্দ, বহরমপুর: চা খেতে গিয়ে চা দোকানির সঙ্গে বচসা। এলোপাথাড়ি কোপে মৃত্যু ব্যক্তির। শুক্রবার সকালে রক্তারক্তি কাণ্ড ঘটেছে মুর্শিদাবাদের পদ্মনাভপুর এলাকার। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ওই ব্যক্তি খুন হন। হরিহরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। প্রত্যক্ষদর্শী এবং নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।

    নিহত যুবক লাল্টু শেখ ওরফে আব্দুল খালেক। বছর পঞ্চান্নর ওই ব্যক্তি মুর্শিদাবাদের পদ্মনাভপুর এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। অন্যান্য দিনের মতো শুক্রবার সকালে বাড়ির পাশে এক চায়ের দোকানে চা খেতে যান লাল্টু। প্রত্যক্ষদর্শীদের দাবি, চা দোকানির সঙ্গে বচসা বাঁঝে লাল্টুর। উত্তপ্ত বাক্যবিনিময়ের মাঝে বাড়ি ঢুকে পড়েন চা দোকানি। অভিযোগ, বাড়ি থেকে ধারালো হাঁসুয়া নিয়ে আসে। আচমকা এলোপাথাড়ি কোপাতে থাকে। সঙ্গে সঙ্গে দোকানে লুটিয়ে পড়েন লাল্টু।

    রক্তারক্তি কাণ্ড দেখে আঁতকে ওঠেন স্থানীয়রা। চিৎকার চেঁচামেচি শুরু হয়। স্থানীয়রা জড়়ো হয়ে যান। খবর দেওয়া হয় হরিহরপাড়া থানায়। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে হরিহরপাড়া হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই ঘটনাটি ঘটেছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। ঘটনা সংক্রান্ত তথ্যের খোঁজে প্রত্যক্ষদর্শী এবং নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। যাতে নতুন করে কোনও অশান্তি না হয় তাই এলাকায় পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)