• শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর মেট্রো রুটে হতে চলেছে নানা বদল, যাত্রী স্বাচ্ছন্দ্যে বিশেষ ভাবনা
    প্রতিদিন | ১০ অক্টোবর ২০২৫
  • নব্যেন্দু হাজরা: মাসখানেক আগের কথা। আচমকাই একদিন দেখা যায় মেট্রোর ব্লু লাইনের সমস্ত ডিসপ্লে বোর্ড অন্ধকার হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে না ট্রেনের সময় সরণি। ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে তাঁদের। দিন তিনেক পর ফের ফিরে আসে সময়সারণি। তবে তাও যাচ্ছে মাঝেমধ্যেই বিগড়ে। আর তাই এবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সমস্ত স্টেশনের প্যাসেঞ্জার ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম বদলের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। একই সঙ্গে মেট্রোর কামরায় এবং সব স্টেশনের প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট সিস্টেমও বদল করা হবে।

    দীর্ঘদিন ধরেই মেট্রোর এই ঘোষণা ঘিরে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল। অভিযোগ, মাইকের ভাষা অস্পষ্ট থাকার ফলে পরিষ্কারভাবে তা শোনা যায় না। এবার সেই প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট সিস্টেমও বদল করা হবে। ইতিমধ্যেই এ বিষয়ে টেন্ডার করা হয়েছে। এগুলো বদল করতে খরচ ধরা হয়েছে ১৬.১৪ কোটি টাকা। মেট্রোর তরফে জানানো হয়েছে, প্রত্যেক স্টেশনেরই এই ডিসপ্লে বোর্ড বদল করা হবে। শুধু প্ল্যাটফর্মেই নয়, স্টেশনে ঢোকার মুখে থাকা ডিসপ্লে বোর্ডও বদল হবে। পাশাপাশি বদলানো হবে সিস্টেমও। প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট পুজোর আগে প্রায় মাসদেড়েক ধরে নানা সমস্যায় জর্জরিত ছিল মেট্রোর এই ব্লু লাইন। মাসখানেক আগে যখন এই সময়সারণি বন্ধ হয়ে গিয়েছিল মেট্রো স্টেশনে, তখন যাত্রীদের অভিযোগ ছিল, নিত্যদিনের অব্যবস্থা ঢাকতেই ডিসপ্লে বোর্ড অকেজো করে দেওয়া হয়। কিন্তু বাস্তবে সেগুলো খারাপ হয়ে যায়। কোনওমতে জোড়াতাপ্পি মেরে ফের তা ঠিক করা হয়।

    কিন্তু সেগুলো তারপরও পুরোপুরি ঠিক হয়নি। তখনই সিদ্ধান্ত হয়েছিল, এই ডিসপ্লে বোর্ডগুলো বদল করা হবে। পাশাপাশি অ্যানাউন্সমেন্ট সিস্টেমেরও আধুনিকীকরণ করা হচ্ছে। মেট্রোয় যে কোনও বিভ্রাট হলেই যাত্রীদের উদ্দেশে এই মাইকে ঘোষণা করা হয়। কিন্তু বহু পুরনো এই অ্যানাউন্সমেন্ট সিস্টেমে যা ঘোষণা হয়, তা অধিকাংশ যাত্রীই বোঝেন না। একই সঙ্গে এখন ব্লু লাইনকে কেন্দ্র করে একাধিক লাইন সংযুক্ত হয়েছে। ফলে এসপ্ল্যানেড, নোয়াপাড়া, কবি সুভাষের মতো স্টেশনগুলোতে যাত্রী সুবিধার্থে বারবার ঘোষণা করতে হয়। কিন্তু মান্ধাতার আমলের সেই অ্যানাউন্সমেন্ট সিস্টেম থেকে পরিষ্কারভাবে কোনও কথা শোনা যায় না। আর তাই এবার এই ব্যবস্থার আধুনিকীকরণ হচ্ছে। মেট্রোর এক কর্তা জানান, যাত্রী স্বাচ্ছন্দ্যে যা যা করার তাই করা হচ্ছে। এগুলো তারই অঙ্গ।
  • Link to this news (প্রতিদিন)