• মদের নেশায় বুঁদ, নারকেল গাছের উপরে থেকে নামতে নারাজ যুবক, তারপর…
    এই সময় | ১০ অক্টোবর ২০২৫
  • ‘খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও…’, বাংলা সিনেমার এই চির নবীন গানের নেশায় আজও ডুবে বাঙালি। কিন্তু গান বা প্রেম নয়, মদ ‘ভালোবেসে’ বিস্তর কাঠখড় পোহাতে হলো এক যুবককে। আকণ্ঠ মদ্যপান করে নেশার ঘোরে তিনি চড়ে বসেছিলেন নারকেল গাছের মাথায়। আর সেখান থেকে তাঁকে নামাতে রীতিমতো নাকানি চোবানি খেতে হয় পুলিশকর্মী, দমকল কর্মীদের।

    বৃহস্পতিবার রাতে হাওড়া জেলার উলুবেড়িয়া থানার পারিজাত এলাকার ঘটনা। জানা গিয়েছে, পারিজাতের নোনা এলাকার বাসিন্দা বছর ৩০-এর অশোক রায় নেশা করে প্রথমে এলাকায় ঘোরাঘুরি করছিলেন। রাতে এলাকায় অপরিচিত যুবককে ঘোরাঘুরি করতে তাঁর কোনও অসৎ উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছিলেন স্থানীয়রা। এর পরে তাঁরা ওই যুবককে ধাওয়া করেন। সেই সময়ে তাঁদের হাত থেকে বাঁচতে এবং নেশার ঘোরে একটি নারকেল গাছের মাথায় চড়ে বসেন।

    এর পরে স্থানীয়রা অনেক অনুরোধ করেন তাঁকে নেমে আসার জন্য। গাছে লাগানো হয় মইও। কিন্তু অশোকও অনড়। গাছ থেকে তিনি কিছুতেই নামবেন না। অবশেষে উপায় না দেখে এলাকার বাসিন্দারা উলুবেড়িয়া থানার পাশাপাশি দমকলেও খবর দেন। এর পরে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুবককে গাছ থেকে নামানোর চেষ্টা করেন। তাতেও নেশার ঘোরে ওই যুবক গাছ থেকে নামতে চাননি। বেশ কিছুক্ষণ পরে পুলিশ তাঁকে গাছ থেকে নামিয়ে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করায়। গাছ থেকে নামার পরে ওই যুবক উপরের দিকে তাকিয়ে বলেন, ‘এতটা চড়েছিলাম! বিশ্বাসই হচ্ছে না।’

  • Link to this news (এই সময়)