• হাজরা মোড়ে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি, আগ্নেয়াস্ত্র-সহ আটক ব্যক্তি
    এই সময় | ১০ অক্টোবর ২০২৫
  • আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে আটক করল কালীঘাট থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায় (৫১)। ওই ব্যক্তির ব্যাগে একটি এয়ার গান পাওয়া যায় বলে খবর। যদিও সেই অস্ত্রের বৈধ কাগজপত্র ওই ব্যক্তি পুলিশকে দেখিয়েছেন বলে খবর। জিজ্ঞাসাবাদের পরে ওই ব্যক্তিকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার হাজরা মোড়ের কাছে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন ওই ব্যক্তি। তাঁর গতিবিধি চোখে পড়ে পুলিশ। সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়। তল্লাশি চালানো হলে তাঁর ব্যাগ থেকে একটি এয়ার গান পাওয়া যায়। কী কারণে তাঁর কাছে ওই আগ্নেয়াস্ত্র রয়েছে, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

    পুলিশি জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য। ওই আগ্নেয়াস্ত্রের বৈধ কাগজপত্র দেখান আটক ব্যক্তি। দেবাঞ্জন চট্টোপাধ্যায় কলকাতার একটি নামী স্কুলের শিক্ষক বলেও জানা গিয়েছে। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পরে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)