স্কুলে স্পোর্টস ক্লাসে মাঠে দৌড়নোর সময়ে মৃত্যু হলো নবম শ্রেণির এক ছাত্রের। পুলিশ সূত্রের খবর, শুক্রবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি এলাকার এক নামী ইংরেজি মাধ্যম স্কুলে স্পোর্টস ক্লাস চলছিল। সেখানে ১৫ বছরের অর্কদীপ বাগও উপস্থিত ছিল। এ দিন সে সহপাঠীদের সঙ্গে স্কুলের মাঠে দৌড়াচ্ছিল। মাঝ পথে আচমকাই অর্কদীপ মাটিতে লুটিয়ে পড়ে। সেই সময়ে শিক্ষক ও স্কুলকর্মীরা তড়িঘড়ি অর্কদীপকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা অর্কদীপকে মৃত ঘোষণা করেন। তবে কী ভাবে অর্কদীপের মৃত্যু হলো তা এখনও পর্যন্ত জানা যায়নি। নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রের খবর, অর্কদীপ রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা। সে ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র। এ দিন দুপুরে অর্কদীপের মৃত্যুর খবর তার বাড়িতে পৌঁছতেই পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন। স্কুলে অর্কদীপের মৃত্যুর খবর শোনার পরেই শোকস্তব্ধ তার সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকারা। স্কুলে এ ভাবে পড়ুয়ার মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। গোটা ঘটনা প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি।
অর্কদীপের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল কি না? এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না? পুলিশ তা খতিয়ে দেখছে। ইতিমধ্যেই পুলিশ স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। শনিবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
ওই হাসপাতালের একজন চিকিৎসকের কথায়, ‘অর্কদীপকে নিয়ে আসার পরে আমরা এখানে যা যা করণীয় সমস্তটাই করেছি। তবে কী কারণে ওর মৃত্যু হলো তা এখনই বলা সম্ভব না। ময়নাতদন্তের রিপোর্ট দেখার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট জানা যাবে। আমাদের সঙ্গে পুলিশেরও কথা হয়েছে।’ তবে নবম শ্রেণির ছাত্রের পরিবারের দাবি, অর্কদীপের কোনও শারীরিক সমস্যা ছিল না। তাই কী ভাবে তার মৃত্যু হলো তা নিয়ে তাঁদের মধ্য়েও দ্বন্দ্ব তৈরি হয়েছে।