• কাশ্মীরে শহিদ বাংলার জওয়ান, শোকস্তব্ধ বীরভূমের গ্রাম
    এই সময় | ১১ অক্টোবর ২০২৫
  • কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগে অপারেশন চলার সময়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই জন প্যারাট্রুপার। তাঁদের মধ্যে একজন বীরভূমের রাজনগর কুন্ডিরার বাসিন্দা সুজয় ঘোষ (২৮)। শুক্রবার তাঁর দেহ উদ্ধার হয়েছে বরফে ঢাকা পাহাড় থেকে। ইতিমধ্যেই সুজয়ের শহিদ হওয়ার ঘটনার খবর এসে পৌঁছেছে পরিবারের কাছে। ঘরের ছেলের এমন পরিণতি শুনে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। পরিবারের তরফে যোগাযোগ করা হয়েছে পুলিশের সঙ্গেও।

    সুজয় ঘোষের বাবা পেশায় চাষি। তাঁর দাদা গ্রামেই একটি গ্রাহক সেবা কেন্দ্র চালান। পরিবারের তরফে জানানো হয়েছে, সুজয় ২০১৮ সালে যোগ দেন সেনাবাহিনীতে। প্যারা কমান্ডো হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত এক বছর ধরে কাশ্মীরে মোতায়েন ছিলেন প্যারা কমান্ডো সুজয়।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার দাদা মৃত্যুঞ্জয় ঘোষকে ফোনে প্রয়োজনীয় কাজে যাওয়ার কথা জানিয়েছিলেন সঞ্জয়। এর জন্যই কয়েকদিন আর ফোন করতে পারবেন না বলেও জানান তিনি। ওই শুক্রবার পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল তাঁর।

    এই ঘটনার প্রসঙ্গে স্থানীয় পুলিশ জানিয়েছে, পরিবারের তরফে আমাদের বিষয়টি জানানো হলেও, অফিসিয়ালি এখনও কোনও খবর আসেনি।

  • Link to this news (এই সময়)