বেঙ্গালুরুতে চরম হেনস্থার শিকার যুবতী! কন্নড় না বলায় এ কী করলেন চালক? ভিডিও প্রকাশে উত্তাল নেটপাড়া
আজকাল | ১১ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে ফের জাতিবিদ্বেষের শিকার হলেন এক যুবতী। উত্তর-পূর্ব ভারতের বাসিন্দা হওয়ায় এক উবার অটোচালক তাঁকে গালিগালাজ করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, যুবতী কন্নড় ভাষা বোঝেন না বলায় চালক তাঁকে মারতেও উদ্যত হন। নিজের এই ভয়াবহ অভিজ্ঞতার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ওই যুবতী।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে। বেঙ্গালুরু পুলিশ ওই যুবতীর থেকে ঘটনার বিস্তারিত বিবরণ চেয়েছে। উবার কর্তৃপক্ষও এই ঘটনায় ক্ষমা চেয়ে নিয়েছে। এন বি নামে ওই যুবতী জানিয়েছেন, গত ২ অক্টোবর একটি রাইড বাতিল করাকে কেন্দ্র করে এই ঝামেলার সূত্রপাত। তাঁর অভিযোগ, অ্যাপে দেখাচ্ছিল অটোটি নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়েছে, কিন্তু চালক আসেননি। দেরি হয়ে যাওয়ায় তিনি রাইডটি বাতিল করে অন্য একটি অটোতে ওঠেন।
এর পরেই পবন এইচ এস নামে অভিযুক্ত চালক সেখানে এসে তাঁর পথ আটকান। যুবতীর কথায়, "চালক আমার কাছে টাকা দাবি করেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেন, মারার চেষ্টা করেন এবং আমার ভিডিওউ তোলেন।" ভাষাগত সমস্যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
ভিডিওতে দেখা গিয়েছে, যুবতী বার বার বলছেন যে তিনি কন্নড় বোঝেন না, কিন্তু চালক ক্রমাগত সেই ভাষাতেই কথা বলে যাচ্ছিলেন। একইসঙ্গে ভিডিওতে ওই যুবতীকে বলতে শোনা যায়, "আমি উত্তর-পূর্ব ভারত থেকে এসেছি বলেই উনি আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করছেন।" ভিডিওর এক পর্যায়ে চালক তাঁকে মারতে গেলে যুবতী অটোর রেজিস্ট্রেশন নম্বরটি চিৎকার করে পড়তে থাকেন। "উনি আমাকে মারার চেষ্টা করছেন," বলে আর্তনাদ করে ওঠেন তিনি।
পরে ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, "আমরা নিজের দেশেও সুরক্ষিত নই।" তাঁর পোস্টটি ভাইরাল হওয়ার পরেই বেঙ্গালুরু সিটি পুলিশ ঘটনার স্থান এবং তাঁর ফোন নম্বর জানতে চেয়ে যোগাযোগ করে।
উবার কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি পর্যালোচনার জন্য তাদের একটি বিশেষ দলের কাছে পাঠানো হয়েছে। রাইড-হেলিং অ্যাপটির তরফে ক্ষমা চেয়ে বলা হয়েছে, "এই আচরণ অত্যন্ত উদ্বেগজনক। যা ঘটেছে, তার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।"