আজকাল ওয়েবডেস্ক: "দোকানপাটের উদ্বোধনের জন্য আজকাল অর্ধনগ্ন চলচ্চিত্র তারকাদের আমন্ত্রণ জানানোর প্রবণতা বাড়ছে,"- এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন সিপিএম বিধায়ক ইউ প্রতিভা। তাঁর মতে, সিনেমা জগতের তারকাদের প্রতি সমাজের "এক ধরনের পাগলামি" তৈরি হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধবার কায়মকুলামে 'এরুভা নালন্দা আর্টস অ্যান্ড কালচারাল ফোরাম লাইব্রেরি'-র ৩৪ তম বার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি সাধারণ মানুষকে শালীন পোশাক পরার বিষয়ে উৎসাহ দেওয়ার আহ্বান জানান।
বিধায়ক বলেন, "মানুষ এখন দোকান উদ্বোধনের জন্য অর্ধনগ্ন তারকাদের নিয়ে আসছেন। চলচ্চিত্র তারকাদের প্রতি আমাদের সমাজের এক ধরনের পাগলামি তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। আমি বুঝি না কেন এমনটা হচ্ছে।"
এই বিষয়টিকে এক "নয়া সংস্কৃতি"-র অংশ হিসেবে উল্লেখ করে তিনি মন্তব্য করেন, কেরলের মানুষ এই ধরনের প্রবণতার প্রতি অতিরিক্ত আকৃষ্ট হচ্ছেন। তিনি আরও যোগ করেন, "যখন অর্ধনগ্ন তারকারা উদ্বোধনে আসেন, তাঁদের দেখার জন্য সবাই ভিড় জমান। এই পরিস্থিতির বদল হওয়া দরকার। তাঁদের অন্ততপক্ষে শালীন পোশাক পরে আসার জন্য আমাদের জোর দেওয়া উচিত।"
তবে প্রতিভা তাঁর এই মন্তব্যকে নীতিপুলিশির সঙ্গে এক করে দেখতে নারাজ। তাঁর কথায়, "আমি যা বলেছি, তা পোশাকের শালীনতা নিয়ে। আমরা এমন এক দেশে বাস করি, যেখানে প্রত্যেকের নিজের ইচ্ছেমতো পোশাক পরার স্বাধীনতা রয়েছে। কোনও বিশেষ পোশাক পরা বা না পরার অধিকার সকলেরই আছে। এ নিয়ে প্রশ্ন তোলার কোনও অধিকার আমাদের নেই।"
এরপরেই তিনি স্পষ্ট করেন, জনসমক্ষে উপস্থিতির ক্ষেত্রে একটি ঔচিত্যবোধ থাকা উচিত। একই সঙ্গে টেলিভিশন রিয়্যালিটি শো'গুলিরও কড়া সমালোচনা করেন তিনি। বিধায়ক বলেন, "এখন তো সন্ধ্যায় এমন কিছু অনুষ্ঠান হয়, যেখানে লোকেরা লুকিয়ে অন্যদের দেখে এবং তাদের পোশাক কতটা আঁটোসাঁটো, তা নিয়ে কুরুচিকর মন্তব্য করে।"