দলীয় শৃঙ্খলায় জোর, শোকজ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ-সহ তিন হেভিওয়েট নেতাকে...
আজকাল | ১১ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নির্বাচন যতই এগিয়ে আসছে ততই দলীয় শৃঙ্খলা রক্ষায় কড়া হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভা কেন্দ্রে স্থানীয় তিন হেভিওয়েট নেতাকে শোকজ করল জেলা তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, রামনগর-১ ব্লকে শোকজড হওয়া এই তিন নেতা হলেন রামনগর-১ ব্লকের পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র, রামনগর-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক এবং জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র।
ঘাসফুল শিবিরের একটি সূত্র জানিয়েছে, এই তিন নেতার বিরুদ্ধে অভিযোগ, এঁরা দলের সিদ্ধান্ত ও নির্দেশের তোয়াক্কা না করে আলাদাভাবে কাজ করেছেন। ভঙ্গ করেছেন দলীয় শৃঙ্খলা। যার জেরে তৈরি হয়েছে অনৈক্যের বাতাবরণ। এর পাশাপাশি আরও একটি বড় অভিযোগ হল এঁরা স্থানীয় বিধায়ক অখিল গিরির বিরুদ্ধে লাগাতার বিষোদ্গারের পাশাপাশি তাঁকে 'বহিরাগত' ও 'পরিযায়ী' বলে কটাক্ষ করেছেন। দলের একটি সূত্র জানায়, এই তিন নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমা ছিল। সম্প্রতি বিষয়টি চরমে ওঠে। এরপরেই এঁদের প্রসঙ্গে চরম সিদ্ধান্ত নেয় জেলা নেতৃত্ব।
দলীয় এই সিদ্ধান্তের পর শোকজড হওয়া জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র জানিয়েছেন, '৪৮ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আমরা চিঠি হাতে পেয়েছি এবং তার জবাব দেব। তবে এলাকার বিধায়ক অখিল গিরির বিরুদ্ধে অনেক ক্ষোভ জমা আছে। বিজয়া সম্মেলনে অনেক লোকই সেই ক্ষোভ প্রকাশ করেন। আমরা সবটাই জবাবে জানাব।' স্থানীয় রাজনৈতিক মহলে এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। জেলা তৃণমূল অন্দরের খবর, রাজ্য নেতৃত্বের তরফ থেকে বারবার এই নেতাদের সতর্ক করা হলেও কোনো ফল মেলেনি। সে কারণেই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলা রক্ষায় এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হল।
ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে তৃণমূলের বিজয়া সম্মেলন। যেই সম্মেলনে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে যে সমস্ত নেতা বা নেত্রীরা যাচ্ছেন তাঁরা অন্যান্য বিষয়ের সঙ্গে যে বিষয়টি নিয়ে দলীয় কর্মীদের সতর্ক করছেন তা হল দলীয় শৃঙ্খলা রক্ষায় জোর। নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে শৃঙ্খলা মেনে একসঙ্গে আসন্ন বিধানসভায় বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই লড়তে হবে। স্বাভাবিকভাবেই পূর্ব মেদিনীপুরের এই ঘটনা সতর্ক করবে বাকি সবাইকেও।