ঋণের কিস্তি আদায়ের নাম করে মহিলাকে ধর্ষণের অভিযোগে ব্যাঙ্ককর্মী গ্রেফতার
আজ তক | ১১ অক্টোবর ২০২৫
Siliguri Rape Case: ঋণের কিস্তি আদায়ের অজুহাতে এক বিবাহিত মহিলাকে ধর্ষণের অভিযোগে শিলিগুড়ি মহিলা থানার পুলিশ এক ব্যাংককর্মীকে গ্রেফতার করেছে। লিখিত অভিযোগ দায়েরের প্রায় দেড় মাস পর অবশেষে পুলিশ পলাতক অভিযুক্তকে ধূপগুড়ি থেকে গ্রেফতার করে শিলিগুড়িতে নিয়ে আসে।
জানা গিয়েছে শিলিগুড়ি নগর নিগমের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক বিবাহিতা মহিলার সঙ্গে অভিযুক্ত সাগর মণ্ডলের পরিচয় হয়। অর্থনৈতিক সংকটে থাকা ওই মহিলা সাগর মণ্ডলের সাহায্যে ব্যাংক থেকে ৩০,০০০ টাকার ঋণ নেন। দুই মাস পর্যন্ত সাগর নিয়মিত ওই মহিলার বাড়িতে গিয়ে ঋণের কিস্তি আদায় করত।
মহিলার অভিযোগ, গত ২৩ মার্চ সাগর মণ্ডল ফোন করে তাকে ভক্তিনগর থানার অন্তর্গত জ্যোতিনগর এলাকায় কিস্তি দেওয়ার জন্য ডাকে। মহিলা সেখানে পৌঁছালে সাগর তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং সেই ঘটনার ভিডিও রেকর্ড করে। এরপর ওই ভিডিও দেখিয়ে সাগর মণ্ডল বারবার তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করতে থাকে।
ঘটনার পর সামাজিক লজ্জা ও ভয়ের কারণে মহিলা অনেকদিন কাউকে কিছু জানাননি। পরবর্তীতে সাহস সঞ্চয় করে গত ৬ আগস্ট শিলিগুড়ি মহিলা থানায় সাগর মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু অভিযুক্ত পালিয়ে যায়।
এরপর পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে অভিযান চালিয়ে সাগর মণ্ডলকে গ্রেফতার করে। শিলিগুড়ি মহিলা থানার পুলিশ অভিযুক্তকে ধর্ষণের মামলায় শিলিগুড়ি আদালতে পেশ করে। আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে।