• বুনো শুয়োরের পর কোচবিহারে এবার গন্ডার, দুজনকে গুঁতিয়ে জঙ্গলে ফিরল একশৃঙ্গ
    আজ তক | ১১ অক্টোবর ২০২৫
  • Wild Boar Attack Death Coochbehar: সাতসকালে চাঞ্চল্য কোচবিহারের পুন্ডিবাড়িতে! লোকালয়ে ঢুকে পড়ল গন্ডার। ভোরবেলা ঘুম ভাঙতেই চোখে পড়ে বিরাট এক বন্যপ্রাণী, সঙ্গে সঙ্গেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ২ দিন আগেই বুনো শুয়োরের ধাক্কায় দুজনের মৃত্য়ু হয়। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

    দুদিন আগেই বুনো শুয়োরের হামলায় দুই জনের মৃত্যু হল বুনো শুয়োরের হামলায়।মৃতদেহের চিহ্ন দেখে স্থানীয়রাই বুঝতে পারেন, বুনো শুয়োরের হামলাতেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। এর আগের দিন, সোমবার, একইভাবে প্রাণ হারান আর এক গ্রামবাসী ধীরেন বর্মন (৪৯)। খোপাডুলির তেঁতুলেরছড়া এলাকায় গোরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন ধীরেনবাবু। হঠাৎ পেছন থেকে একটি বুনো শুয়োর আক্রমণ করে তাঁকে।

    বন দফতর ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে। স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়েছে, সন্ধ্যার পর অজস্র ঝোপঝাড় বা নদীর ধার ঘেঁষে না যেতে। বৃষ্টি না কমা পর্যন্ত পাহারার সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বন দফতর।

     
  • Link to this news (আজ তক)