• এক বন্যায় রক্ষা নেই, হাতি দোসর! গজরাজের দলের ভয়ে রাত জাগছেন দুর্গতরা
    বর্তমান | ১১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগু়ড়ি: বন্যার জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ধুয়েমুছে সাফ বহু মানুষের ঘরবাড়ি। ত্রিপল খাঁটিয়ে বাঁধের উপর রাত কাটাচ্ছেন বহু মানুষ। শুরু হয়েছে ত্রাণ বিলিও। কিন্তু এরইমধ্যে যমদূতের মতো হাজির হয়েছে গজরাজের দল। এ যেন একা বন্যায় রক্ষা নেই, হাতি দোসর।যার জেরে নাগরাকাটার বামনডাঙায় রাত নামলেই আতঙ্কে কাঁটা হয়ে থাকছে গ্রামবাসীরা। ত্রাণের চালের লোভে জঙ্গল থেকে রোজ রাতে হানা দিচ্ছে গজরাজের দল। হাতি তাড়াতে রাত জাগছেন দুর্গতরা। এমন অবস্থায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বন দপ্তরও। দৈনিক মজুরির ভিত্তিতে হাতি তাড়াতে কর্মীও নিয়োগ করছে বন দপ্তর।অন্যদিকে, এরই মধ্যে জঙ্গল থেকে মিলেছে এক মহিলার দেহ। নিখোঁজ তাঁর তিন বছরের শিশু। স্ত্রী ও ছেলেকে হারিয়ে হন্যে হয়ে তাঁদের খোঁজ চালাচ্ছেন বামনডাঙা মডেল ভিলেজের বাসিন্দা আকাশ নায়েক।
  • Link to this news (বর্তমান)