• কথা রাখলেন বিগ বি, জয়ন্তর বাড়িতে নির্মিত হলো শৌচালয়
    দৈনিক স্টেটসম্যান | ১১ অক্টোবর ২০২৫
  • সামাজিক দায়বদ্ধতার নিদর্শন হিসেবে ‘বিগ বি’ অমিতাভ বচ্চন প্রতিশ্রুতি অনুযায়ী কৌন বনেগা ক্রোড়পতি জয়ী জয়ন্ত দুলের বাড়িতে শৌচালয় নির্মাণ করলেন।

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই উদ্যোগ শুধু জয়ন্তর পরিবারের জন্য নয়, গোঘাট অঞ্চলের মানুষের জন্যও এক বড় পাওনা। ইতিমধ্যেই শৌচালয় নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে এবং পরিবারটি এতে অত্যন্ত খুশি।

    জয়ন্ত দুল বলেন, ‘বিগ বি শুধু আমাদের সঙ্গে কথা দিয়েছেন তা নয়, তিনি তা বাস্তবায়নও করেছেন। এটা আমাদের জন্য এক অসাধারণ অনুভূতি এবং গর্বের বিষয়।’

    স্থানীয়দের মতে, ‘বিগ বি’র এই উদ্যোগ শুধুমাত্র একটি নির্মাণ নয়, বরং মানুষের জন্য একটি মানবিক সেবার পরিচায়ক। সামাজিক দায়বদ্ধতার এই উদাহরণ গোঘাটের মানুষের হৃদয়ে একটি অনন্য প্রেরণা জুগিয়েছে।

    প্রসঙ্গত, এক বছর আগে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে নিজের কষ্টের গল্প খুলে বলেছিলেন হুগলির গোঘাটের বেঙাই গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম আগাইয়ের যুবক জয়ন্ত দুলে। তিনি সেদিন জানিয়েছিলেন, তাঁর বাড়িতে নেই শৌচালয়। ফলে বাড়ির পুরুষদের পাশাপাশি তাঁর মা ও বোনকে খোলা আকাশের নিচে স্নান ও শৌচকর্ম করতে হয়। জয়ন্তের এমন পরিস্থিতি শুনে মুগ্ধ হয়েছিলেন ভারতের প্রিয় সঞ্চালক ও অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি শুধু সংবেদনশীল হয়েছিলেন তা নয়, সেই সঙ্গে নিজে থেকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, নিজ উদ্যোগে জয়ন্তের বাড়িতে একটি সুন্দর শৌচালয় নির্মাণ করে দেবেন।

    সেই প্রতিশ্রুতি আজ বাস্তবে রূপ নিয়েছে। বিগ বি-র দেওয়া অনুদান ও সমর্থনে গোঘাটের অচেনা এই গ্রামজীবীর বাড়িতে দাঁড়িয়েছে এক ঝাঁ চকচকে বাথরুম, যার দরজায় বড় অক্ষরে লেখা—‘গিফটেড বাই অমিতাভ বচ্চন’। অর্থাৎ অমিতাভ বচ্চনের দেওয়া উপহার।

    জয়ন্ত দুলের জীবনের এই গল্প শুধু ব্যক্তিগত নয়, বরং এটি গৌরবের ও অনুপ্রেরণার এক প্রতীক। ২০২৪ সালে কেবিসি সিজন ১৬-তে অংশ নিয়ে তিনি জয়ী হন এবং ১৫ লক্ষ ৭০ হাজার টাকা জিতে নেন। কিন্তু তাঁর পারিবারিক দুর্দশা সবার মন ছুঁয়ে যায়। সেই সময় অমিতাভ বচ্চন ২ লক্ষ টাকা দেন তাঁর শৌচালয় নির্মাণের জন্য। অক্টোবর ২০২৪-এ জয়ন্তর অ্যাকাউন্টে সেই অর্থ পাঠানো হয় এবং ডিসেম্বর থেকে কাজ শুরু হয়। বর্ষাকাল ও বিভিন্ন বাধার কারণে কাজ কিছুটা বিলম্বিত হলেও আজ তা সম্পূর্ণ হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)