কলকাতায় দু’ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি, জলমগ্ন শহরের একাধিক এলাকা
দৈনিক স্টেটসম্যান | ১১ অক্টোবর ২০২৫
সকাল থেকেই মেঘলা আকাশ, দুপুর গড়াতেই শুরু হল ঝমঝমে বৃষ্টি। বিকেল নাগাদ প্রবল বর্ষণে কার্যত জলমগ্ন হয়ে পড়ল কলকাতা ও সল্টলেকের বেশ কয়েকটি এলাকা। শহরের বিভিন্ন মোড় ও প্রধান সড়কে জল জমে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। দুপুর ২টো ৩৫-এর পরেই এই বৃষ্টি শুরু হয়, প্রায় দুই ঘন্টা ধরে তা চলে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এখনও এই বৃষ্টিপাত চলতে থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের উপরে অবস্থানরত একটি নিম্নচাপ ও মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে এই বৃষ্টিপাত চলছে। দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাতেও কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও নদিয়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শহরের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই জল জমে গিয়েছে। সল্টলেকের সেক্টর ফাইভ, করুণাময়ী, বিডি ব্লক ও আল্টোর রাস্তাগুলিতে হাঁটু সমান জল জমে গিয়েছে। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া, গড়িয়া, টালিগঞ্জ, কসবা ও দেশপ্রিয় পার্ক এলাকায়ও একই চিত্র। অনেক জায়গায় নিকাশিনালার জল উপচে পড়েছে, বন্ধ হয়ে গিয়েছে গলির রাস্তা।
কলকাতা পুর দপ্তর জানিয়েছে, সমস্ত পাম্পিং স্টেশন সতর্ক ও সক্রিয় রয়েছে। যেখানে জল জমছে, সেখানে দ্রুত নিষ্কাশনের চেষ্টা চলছে। জরুরি পরিষেবা কর্মীরা রাতভর পাহারায় থাকবেন বলে পুর দপ্তর সূত্রে জানা গিয়েছে।
বৃষ্টির জেরে অফিস ফেরত মানুষ ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক জায়গায় গাড়ি বন্ধ হয়ে পড়েছে। বাস রুট বদল করতে হয়েছে। আবহাওয়া দপ্তর নাগরিকদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।
মৌসম বিশেষজ্ঞদের মতে, সমুদ্রপৃষ্ঠে নিম্নচাপের অক্ষরেখা সক্রিয় থাকায় শনিবারও শহরজুড়ে আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি নামার আশঙ্কা করা হচ্ছে।