সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেআইনি বেটিং মামলার তদন্তে নেমে কার্যত গুপ্তধনের সন্ধান পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গত বৃহস্পতিবার কর্নাটকের কংগ্রেস বিধায়কের দুটি লকারে তল্লাশি অভিযান চালিয়ে ৪০ কেজি সোনা বাজেয়াপ্ত করল ইডি। যার বাজারমূল্য ৫০ কোটি টাকারও বেশি। সব মিলিয়ে এই মামলার তদন্তে নেমে এখনও পর্যন্ত ১৫০ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল তদন্তকারী সংস্থা।
King567 এবং Raja567-এর মতো বেশ কয়েকটি অনলাইন বেটিং অ্যাপের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছেন কেন্দ্রিয় এজেন্সি। তদন্তে জানা গিয়েছে, এই অনলাইন জুয়ার মাধ্যমে ২ হাজার কোটিরও বেশি টাকার লেনদেন হয়েছে। এই মামলায় চলতি বছরের আগস্ট মাসে গ্রেপ্তার করা হয়েছিল চিত্রদুর্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কেসি বীরেন্দ্রকে। এবার তাঁর দুটি লকারে অভিযান চালিয়ে ৪০ কেজির সোনার বিস্কুট বাজেয়াপ্ত করল ইডি।
ইডির তরফে জানানো হয়েছে, বীরেন্দ্র তার বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে মিলে বেশ কয়েকটি অবৈধ বেটিং ওয়েবসাইট তৈরি করেছিলেন। এবং এর মাধ্যমে চলত প্রতারণা চক্র। এই প্ল্যাটফর্মগুলি থেকে পাওয়া টাকা ফোনপয়সা-সহ বেশ কয়েকটি গেটওয়ে দিয়ে পাঠানো হয়েছিল এবং এর মাধ্যমে দেশের নানা প্রান্তে একাধিক মধ্যস্থতাকারীর অ্যাকাউন্টে কম অঙ্কের টাকার লেনদেন করানো হয়।
তদন্তে আরও জানা গিয়েছে, এই জুয়ার টাকায় বিলাসবহুল ভ্রমণ, বিপুল পরিমাণ সম্পত্তি করেন অভিযুক্ত ও তাঁর সাঙ্গোপাঙ্গরা। ইডির দাবি, এই কালো টাকা যাতে তদন্তকারীদের নজরে না পড়ে তার জন্য অজস্র অ্যাকাউন্টে তা ভাগ করে দেওয়া হয়। আর কোথায় কোথায় বীরেন্দ্রর সম্পত্তি রয়েছে তা খতিয়ে দেখছে ইডি।