• চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি, প্রাণের ঝুঁকি নিয়ে মহিলার প্রাণ বাঁচালেন RPF কর্মীরা
    এই সময় | ১১ অক্টোবর ২০২৫
  • জীবনের ঝুঁকি নিয়ে এক মহিলা যাত্রীর প্রাণ বাঁচালেন আরপিএফ (RPF) কর্মীরা। শুক্রবার দুপুরে খড়্গপুর ডিভিশনের ভদ্রক স্টেশনে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ৫০ বছরের জানকী রাউত তাঁর স্বামীর সঙ্গে এ দিন চলন্ত ট্রেনে উঠতে যাচ্ছিলেন। সেই সময়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে পড়ে যাচ্ছিলেন। তৎক্ষণাৎ এক এএসআই-সহ চার আরপিএফ কর্মীরা ছুটে এসে তাঁর প্রাণ রক্ষা করেন।

    জানা গিয়েছে, এ দিন হিজলি আরপিএফ পোস্টের এএসআই মানস মালিক-সহ তিন কনস্টেবল ১৮৪০৯ খড়্গপুর-ভদ্রক ট্রেনে নিজেদের ডিউটি শেষ করেন। ডিউটি শেষে তাঁরা ভদ্রক স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন। এ দিকে ওই প্ল্যাটফর্মেই জানকী তাঁর স্বামীকে নিয়ে দাঁড়িয়েছিলেন। ট্রেন আসার সাথে সাথেই জানকী তাঁর বৃদ্ধ স্বামীকে নিয়ে উঠলেন।কিন্তু ট্রেন ছেড়ে দেওয়ায় জানকী নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকা অংশে পড়ে যাচ্ছিলেন।

    সূত্রের খবর, জানকীকে ওই ভাবে পড়ে যেতে দেখে দূর থেকে আরপিএফ কর্মীরা ছুটে আসেন। রেললাইনে পড়ে যাওয়ার আগেই তাঁরা তড়িঘড়ি জানকীকে উদ্ধার করেন। কোনও রকমে তিনি প্রাণে বাঁচেন। খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার বলেন, ‘অপারেশন জীবনরক্ষা অভিযানের মধ্য দিয়ে আমাদের সাহসী আরপিএফ কর্মীরা এ ভাবেই এক বৃদ্ধার প্রাণ রক্ষা করেছেন। নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও তাঁরা অসামান্য কাজ করায় আমরা তাঁদেরকে কুর্নিশ জানাই।’

  • Link to this news (এই সময়)