পাটনা: আগামী ৬ নভেম্বর বিহারের ১২১টি বিধানসভা আসনে প্রথম দফার ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোটগ্রহণের জন্য মনোনয়নপত্র পেশের সময় শুরু হয়ে গেল শুক্রবার থেকে। মনোনয়ন পেশ করা যাবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। প্রথম দফায় মনোনয়ন শুরুর দিনই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের দলে ভাঙন ধরালো লালুপ্রসাদ যাদবের আরজেডি। এদিন লালু-পুত্র তথা বিরোধী দলনেতা তেজস্বী যাদবের উপস্থিতিতে আরজেডিতে যোগ দিলেন জেডিইউয়ের দুই প্রাক্তন সাংসদ ও বিধায়ক সন্তোষ কুশওয়া ও রাহুল শর্মা। তাঁদের সঙ্গেই আরজেডিতে যোগ দিয়েছেন বাঁকার জেডিইউ সাংসদ গিরিধারী প্রসাদ যাদবের ছেলে চাণক্যপ্রসাদ রঞ্জন ও লোকজনশক্তি পার্টির নেতা অজয় কুশওয়া। এই নেতাদের স্বাগত জানিয়ে তেজস্বী যাদব বলেন, আপনাদের হাত ধরে দল আরও শক্তিশালী হবে। নীতীশকে কটাক্ষ করে লালু-পুত্র বলেন, মুখ্যমন্ত্রীর মাথা কাজ করছে না। বিহারের মানুষ ক্ষমতাসীন এনডিএ সরকারকে এবারের ভোটে ছুড়ে ফেলে দেবে। উল্লেখ্য, ভোটের ঠিক আগে কুশওয়া ও ভূমিহার সম্প্রদায়ের সমর্থন আদায়ের ক্ষেত্রে অজয় কুশওয়া ও চাণক্যপ্রসাদ রঞ্জনের এই যোগদানে আরজেডি উপকৃত হতে পারে বলে রাজনৈতিক মহলের মত।
ক্ষমতাসীন শিবিরে এই ভাঙনের মধ্যেই অবশ্য এনডিএর জন্য স্বস্তির খবরও মিলছে। সূত্রের খবর, ৪০টি আসনের দাবি থেকে সরে এসেছেন এলজেপি নেতা চিরাগ পাসোয়ান। শেষ পর্যন্ত ২৪ থেকে ২৫টি আসনেই তাঁকে সন্তুষ্ট থাকতে হচ্ছে।