• মমতার ‘আমাদের পাড়া’ কর্মসূচি অনুসরণ স্ট্যালিনের তামিলনাড়ুতে
    বর্তমান | ১১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পথ দেখাচ্ছে বাংলা। অনুসরণ করছে দেশের একাধিক রাজ্য। বিজেপি-শাসিত রাজ্য এবং বিজেপি-বিরোধী দলের নেতৃত্বাধীন সরকার তাদের রাজ্যে বলবৎ করছে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প ও কর্মসূচিকে। এই তালিকায় নবতম সংযোজন, আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি।

    গত ২ আগস্ট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুরু করেছে আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে এই কর্মসূচি সাফল্যের সঙ্গেই এগোচ্ছে। সেখানে রাজ্যের মানুষ ঠিক করছেন, তাঁর এলাকায় কী কী উন্নয়ন প্রয়োজন। রাজ্যের ৮০ হাজার বুথের দিকে নজর সরকারের। বুথ প্রতি ১০ লক্ষ টাকা উন্নয়নের খাতে বরাদ্দ করা হয়েছে। মোট ৮ হাজার কোটি টাকা রাজ্য সরকার খরচ করছে। এই কর্মসূচিতে অংশ নিয়ে ওই বুথের বাসিন্দারা মতামত দিচ্ছেন, তাঁর এলাকায় কী কী উন্নয়ন প্রয়োজন। মমতার জনমুখী এই কর্মসূচি সাড়া ফেলে দিয়েছে। ইতিমধ্যেই ২৮ হাজারের বেশি বুথে শিবির অনুষ্ঠিত হয়েছে। সেখানে দু কোটির বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। তাৎপর্যপূর্ণ হল, মমতার এই কর্মসূচি দেশের বিভিন্ন রাজ্যের রাজনৈতিক নেতাদের নজর কেড়েছে। 

    তামিলনাড়ুতে এম কে স্ট্যালিনের সরকার ‘নম্মা উরু, নম্মা আরাসু’ নামে একটি কর্মসূচি নিয়েছে। সেখানে গ্রামীণ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন ও উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার কর্মসূচি নিয়ে স্ট্যালিন সরকার। ঠিক এই প্রেক্ষাপটেই শুক্রবার তৃণমূলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বাংলা যখন নেতৃত্ব দেয়, ভারত তা অনুসরণ করে। তামিলনাড়ুতে ‘নম্মা উরু, নম্মা আরাসু’ চালু করছে। এটি বাংলার যুগান্তকারী কর্মসূচি আমাদের পাড়া, আমাদের সমাধান থেকে অনুপ্রাণিত। তামিলনাড়ুর যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই মডেল গ্রহণ করেছে তা প্রমাণ করছে জনগণকেন্দ্রক উদ্ভাবনী শাসন পদ্ধতি পুরো ভারতের মধ্যে একটি মানদণ্ড স্থাপন করেছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বাংলা আজ যা ভাবে, ভারত কাল তা ভাবে। এটা এখন প্রমাণিত। পশ্চিমবঙ্গে চালু হওয়া আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি এবার শুরু হচ্ছে তামিলনাড়ুতে। তৃণমূল স্তর পর্যন্ত উন্নয়নকে পৌঁছে দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর চিন্তাভাবনা, কর্মকাণ্ড এবার অন্য রাজ্যগুলিও অনুসরণ করছে।

    এর আগে মমতার সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দেশের একাধিক রাজ্য অনুসরণ করে। তবে বাংলার মতো সাফল্য নেই অন্য রাজ্যে। এমনকি, একসময় কলকাতার মা উড়ালপুলের ছবি নকল করার মতো মারাত্মক অভিযোগও ওঠে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে। 
  • Link to this news (বর্তমান)