নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী মাসেই গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রয়েছে বিহারে। কিন্তু ভোটের আগে বিহারে নমামি গঙ্গে প্রকল্প বাস্তবায়নের ইস্যু গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলতে পারে। চলতি আর্থিক বছরে ভোটমুখী রাজ্য বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের নমামি গঙ্গে প্রকল্পের কাজ একবিন্দুও এগয়নি। খোদ জলশক্তি মন্ত্রকের রিপোর্টেই এই ছবি স্পষ্ট হয়েছে। ২০২৫-২৬ আর্থিক বছরের এপ্রিল থেকে আগস্ট—এই চার মাসে বিহারে নমামি গঙ্গের আওতাভুক্ত নিকাশি পরিকাঠামোর মানোন্নয়ন সংক্রান্ত একটিও নতুন প্রকল্প বাস্তবায়িত হয়নি। শুধু তাই নয়। চার মাসের ব্যবধানে বিহারে নিকাশি নালার কাজ হয়েছে নামমাত্রই। গত এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে নমামি গঙ্গের নিকাশি পরিকাঠামোগত মানোন্নয়ন সংক্রান্ত প্রকল্পের রূপায়ণে ১৬ কোটি টাকা অতিরিক্ত খরচ হয়েছে বিহারে।
ভোটের দিন যত এগিয়ে আসবে, বিরোধী রাজনৈতিক দলগুলি একে নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছে রাজ্যের শাসক শিবির। জলশক্তি মন্ত্রকের রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, গত এপ্রিল মাসে বিহারে নমামি গঙ্গের আওতায় নিকাশি পরিকাঠামোগত মানোন্নয়ন সংক্রান্ত মোট অনুমোদিত প্রকল্পের সংখ্যা ছিল ৩৭টি। সেইসময় রাজ্যে মোট ২১টি প্রকল্পের কাজ রূপায়িত হয়েছিল। অন্যদিকে, জলশক্তি মন্ত্রকের রিপোর্ট মোতাবেক গত আগস্ট মাসে বিহারে মোট অনুমোদিত প্রকল্পের সংখ্যা একটি বেড়ে হয়েছে ৩৮টি। কিন্তু চার মাসেও রূপায়িত প্রকল্পের সংখ্যা রয়ে গিয়েছে ২১টিতেই।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিহারে নিকাশি নালা তৈরির কাজে নামমাত্র অগ্রগতির হারের ছবি। জলশক্তি মন্ত্রকের রিপোর্ট অনুসারে, বিহারে মোট ১ হাজার ৬৭৪ .৪৬ কিলোমিটার নিকাশি নালা তৈরির প্রকল্প অনুমোদিত হয়েছে। চার মাসে সময়ের ব্যবধানে ওই রাজ্যে নিকাশি নালা তৈরির কাজ বেড়েছে মাত্র দেড় কিলোমিটার! এপ্রিল মাসে ছিল ১ হাজার ৩৮৫ .৩৬ কিলোমিটার। আগস্টে তা মাত্র ১.৫৬ কিলোমিটার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৬ .৯২ কিলোমিটারে।