আফগানিস্তানে ‘ভারত বিরোধী’ কাজ হতে দেব না, দিল্লিতে দাবি তালিবান বিদেশমন্ত্রীর
বর্তমান | ১১ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তালিবান সরকারের সঙ্গে ভারত দীর্ঘস্থায়ী বন্ধুত্ব স্থাপন করতে উদগ্রীব। ভারত ও আফগানিস্তানের মধ্যে ঐতিহাসিক মিত্রতার বন্ধনকে আরও শক্তিশালী করতে আগামী দিনে তালিবান সরকারের যে কোনও উন্নয়ন প্রকল্পে ভারত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। শুক্রবার দিল্লিতে তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমীর খান মুত্তাকির নেতৃত্বে আসা তালিবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তালিবান সরকারের সঙ্গে মৈত্রী স্থাপনের নতুন অধ্যায়ের সূত্রপাত হিসেবে শুক্রবার নয়াদিল্লি ঘোষণা করেছে, কাবুলে যে অস্থায়ী টেকনিক্যাল মিশন রয়েছে, সেটিকে পূর্ণাঙ্গ ভারতীয় দূতাবাসে পর্যবসিত করা হবে। জয়শংকরকে পাশে বসিয়ে তালিবান সরকারের বিদেশমন্ত্রী নাম না করে এদিন পাকিস্তানকে রীতিমতো নিশানা করেছেন। মুত্তাকি বলেছেন, আফগানিস্তানের মাটিকে কেউ কোনও দেশের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য ব্যবহার করতে পারবে না। আফগান ভূমিতে ভারতবিরোধী কাজ বরদাস্ত করা হবে না। এদিন দিল্লিতে মুত্তাকি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আফগানদের ধৈর্যের পরীক্ষা যেন কেউ না নেয়। আফগানকে টার্গেট যে করবে, তাকে উচিত শিক্ষা দেওয়া হবে। ৪০ বছর পর আফগানিস্তান নতুন করে উন্নতি ও শান্তির পথে অগ্রসর হচ্ছে। তাই এখন আফগানদের সাহসের পরীক্ষা যেন কেউ না নেয়। আর যদি কারও সাহসের পরীক্ষা নেওয়ার ইচ্ছা হয়, তাহলে তারা রাশিয়ার কাছ থেকে যেন পরিণাম জেনে নেয়। পাকিস্তানকে মুত্তাকির স্পষ্ট হুমকি, আফগানদের সঙ্গে কোনও খেলা খেলবেন না।
সম্প্রতি তালিবান সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তিক্ত হয়েছে। পহেলগাঁওয়ে সন্ত্রাসের ঘটনার পর তালিবান সরকার সর্বাগ্রে নিন্দা করে ভারতের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিল। এদিন সেই প্রসঙ্গ উত্থাপন করে বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেছেন, আমরা কৃতজ্ঞ যে, পহেলগাঁওয়ের ঘটনার পর তালিবান সরকার তৎক্ষণাৎ সন্ত্রাসের নিন্দা করেছে। ভারত এবং আফগানিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করবে। জয়শংকর বলেন, একই শিকড় থেকে আমাদের দুই দেশে সন্ত্রাস ছড়াচ্ছে। সেই শিকড় ধ্বংস করা হবে। তালিবান সরকার এদিনের বৈঠকে ভারতকে পরিকাঠামো নির্মাণে আমন্ত্রণ জানিয়েছে। একঝাঁক ভারতীয় সংস্থাকে আহ্বান করেছে আফগানিস্তানে লগ্নির। সেই আহ্বান স্বাগত জানিয়েছেন জয়শংকর। বলেছেন, ভারত সরকার আফগানিস্তানে অসম্পূর্ণ থাকা সব প্রকল্প সম্পূর্ণ করবে। এদিন মুত্তাকির সাংবাদিক বৈঠকে কোনও মহিলা সাংবাদিককে প্রবেশের অনুমতি না দেওয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে।