চণ্ডীগড়: উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে পেশাগত ও জাতিগত হেনস্তার অভিযোগ তুলে আত্মঘাতী হয়েছিলেন আইপিএস ওয়াই পুরন কুমার। নানা টালবাহানার পর অবশেষে বৃহস্পতিবার সেই ঘটনায় এফআইআর দায়ের হয়। এবার আইপিএসের মৃত্যুর তদন্তে ছয় সদস্যের সিট গঠন করল হরিয়ানা পুলিশ। চণ্ডীগড়ের আইজি পুষ্পেন্দ্র কুমারের নেতৃত্বে এই বিশেষ তদন্তকারী নির্দিষ্ট সময়ের মধ্যেই ‘দ্রুত, নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ’ তদন্ত করবে বলে জানিয়েছে হরিয়ানা পুলিশ।
এদিকে আইপিএসের আত্মহত্যায় দায়ের হওয়া এফআইআরে ‘যথেষ্ট তথ্য নেই’ বলে দাবি করেছিলেন হরিয়ানার মৃত আইপিএস আধিকারিক ওয়াই পুরন কুমারের স্ত্রী আমনীত কুমার। শুক্রবার চণ্ডীগড়ের এসএসপিকে একটি চিঠি লেখেন তিনি। সেখানে আমনীত দাবি করেন, এফআইআরে অভিযুক্তদের নাম ‘স্পষ্টভাবে উল্লেখ’ করা হয়নি। এফআইআরে এসসি এসটি আইনের কঠোর ধারা যোগ করারও দাবি জানিয়েছেন তিনি।