বেঙ্গালুরু: ভরা রাস্তায় হেনস্তা করেছেন বেঙ্গালুরুর অটোচালক। এমনই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন উত্তর-পূর্বের এক তরুণীর।
ঘটনার সূত্রপাত রাইড ক্যানসেল করা নিয়ে। বেঙ্গালুরুর মতো শহরে অ্যাপের মাধ্যমে অটো বুক করা স্বাভাবিক বিষয়। গত ২ অক্টোবর সন্ধ্যায় অ্যাপের মাধ্যমে অটো বুক করেছিলেন এন বি নামে ওই তরুণী। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও অটো না আসায় তিনি রাইডটি ক্যানসেল করে অন্য অটো বুক করেন। এদিকে, নতুন অটো আসার আগেই ক্যানসেল করা অটোচালক সেখানে উপস্থিত হন। অভিযোগ, তরুণীর পথ আটকে কন্নড় ভাষায় কথা বলতে শুরু করেন চালক। উত্তর-পূর্বের বাসিন্দা এন বি তাঁকে হিন্দিতে কথা বলার অনুরোধ করলে আরও চটে যান ওই চালক। এরপর শুরু হয় গালিগালাজ। শুধু তাই নয়, অটোর নম্বর পড়ার চেষ্টা করলে চালক তাঁকে মারতে উদ্যত হন বলেও অভিযোগ। উপায় নেই দেখে ঘটনার ভিডিও করতে শুরু করেন তরুণী। এরপরই পিছু হটেন চালক। এরপরেই অভিযুক্ত চালকের নাম ও গাড়ির নম্বর সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন এন বি। প্রকাশ করেছেন ঘটনার ভিডিওটি। সেখানে দেখা গিয়েছে, অভিযুক্ত চালক পবন নিজেও মোবাইলে ভিডিও করছে। উত্তর-পূর্বের তরুণীর পোস্ট ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে। নিজের পোস্টে এন বির আক্ষেপ, তাঁরা নিজেদের দেশেই সুরক্ষিত নন। এদিকে, বিষয়টি নিয়ে তৎপর হয়েছে বেঙ্গালুরু পুলিশ।