প্রযুক্তিগত ত্রুটি এয়ার ইন্ডিয়ার বিমানে, রাস্তা বদলে দুবাই বিমানবন্দরে অবতরণ
বর্তমান | ১১ অক্টোবর ২০২৫
নয়াদিল্লি: ফের এয়ার ইন্ডিয়ার বিমানে প্রযুক্তিগত ত্রুটির শঙ্কা। এবার অস্ট্রিয়ার ভিয়েনা থেকে নয়াদিল্লিগামী উড়ানে। বেগতিক বুঝে যাত্রাপথ পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই বিমানবন্দরে অবতরণে বাধ্য হন পাইলট। পরে এয়ার ইন্ডিয়া এক বিবৃতি দিয়ে জানিয়েছে, দুবাইয়ে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর শুক্রবার সকাল ৮টা ৪৫ নাগাদ ফের দিল্লি রওনা দেয় বিমানটি। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ‘ পরিস্থিতি সম্পর্কে সকল যাত্রীদের জানানো হয়েছিল এবং তাঁদের খাবারেরও বন্দোবস্ত করে এয়ার ইন্ডিয়া। এই অপ্রত্যাশিত বিলম্বের জন্য আমরা দুঃখিত। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার।’
গত ৪ অক্টোবর অমৃতসর থেকে বার্মিংহামগামী একটি বিমানেও প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছিল। অবতরণের সময় চালু হয়ে গিয়েছিল আপদকালীন র্যাম এয়ার টারবাইন (র্যাট) যন্ত্র । যদও নিরাপদেই অবতরণ করে বিমানটি। যাত্রী বা ক্রুদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছিল এয়ার ইন্ডিয়া।