সংবাদদাতা, শিলিগুড়ি: ফের এনজেপি থেকে দার্জিলিংয়ের পথে ছুটল হেরিটেজ টয় ট্রেন। গত শনিবার পাহাড়ে ধসের কারণে এই ক’দিন পরিষেবা বন্ধ রেখেছিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। শুক্রবার থেকে ফের পাহাড়ের পথে গড়াল ট্রয় ট্রেনের চাকা। তবে টয় ট্রেনের দার্জিলিংয়ে জয় রাইডে এর প্রভাব এই ক’দিন পড়েনি। শুক্রবার সকালে টয় ট্রেন দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। একইভাবে সন্ধ্যায় দার্জিলিং থেকে এনজেপিতে আসে টয় ট্রেন।
ধস সরিয়ে ফের লাইন মেরামত করা হয়েছে। এনজেপি-দার্জিলিংয়ের পাশাপাশি কার্শিয়াং ও তিনধারিয়া থেকেও বাকি স্পেশাল ট্রেনগুলিও এবার চলবে বরে জানান ডিএইচআরের ডিরেক্টর ঋষভ চৌধুরী। ফাইল চিত্র