• পুজোর সময় ফাঁকা বাড়িতে সোনার গয়না চুরি, তিন অভিযুক্তকে ধরল লালবাজার
    বর্তমান | ১১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর সময় অনেক পরিবারই বাড়ি খালি করে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে। এই সময় সক্রিয় হয়ে ওঠে চোরের দল।  তাদের নিশানায় থাকে ফাঁকা বাড়ি। পুজোর সময় বাঁশদ্রোণী এলাকায় এক পরিবারের সদস্যরা সবাই ঠাকুর দেখতে বেরিয়েছিলেন সকালে। তাঁরা বেরনোর আগে সব দরজায় তালা দিয়েছিলেন। এই সুযোগে দুষ্কৃতীরা বাড়ির সব তালা ভেঙে ভিতরে ঢুকে দশ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয়। কয়েক ঘণ্টার অপারেশন সেরে তারা হানা দেয় রিজেন্ট পার্ক এলাকায়। সেখানেও কয়েক লক্ষ টাকা মূল্যের সোনার অলংকার ও নগদ টাকা হাতিয়ে তারা চলে যায় জেলায় অপারেশন করতে। সেখানে কাজ সেরে ফেরার সময় লালবাজারের হাতে ধরা পড়ল তিন অভিযুক্ত। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির অভিযোগ রয়েছে। হাতানো সোনার গয়না কোথায় বিক্রি করেছে তারা, জেরা করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩০ সেপ্টেম্বর অর্থাৎ সপ্তমীর দিন বাঁশদ্রোণীর ওই পরিবারের সদস্যরা ঠাকুর দেখতে সকাল সকাল বেরিয়ে যান। অভিযুক্তরা ঘুরতে ঘুরতে সেখানে পৌঁছে যায়। তাদের নজরে আসে, ওই বাড়িতে তালা ঝুলছে। কয়েক সেকেন্ডের মধ্যে পাঁচিল টপকে বাড়ির ভিতরে ঢুকে পড়ে তারা। এরপর শাবল দিয়ে ঘরের দরজার তালা ভাঙে। এভাবেই একের পর এক তালা ভাঙা হয়। বিছানা লণ্ডভণ্ড করেও আলমারির চাবি না পাওয়ায় শেষমেশ শাবল ও রড দিয়ে লক ভাঙে। একটি নয়, একইভাবে তিন-চারটি আলমালির লকার ভেঙে সেখানে থাকা সোনার গয়না হাতায়। ঘণ্টা দুয়েকের মধ্যে কাজ শেষ করে বেরিয়ে যায় তারা। এরপর রিজেন্ট পার্কে একটি তালাবন্ধ বাড়িতে একই কায়দায় অপারেশন চালায় তারা। বাঁশদ্রোণীর ওই পরিবারের সদস্যরা বাড়ি ফিরে দেখেন, সব তালা ভাঙা। আলমারিতে থাকা সোনার অলংকারের একটিও নেই। যার মূল্য প্রায় দশ লক্ষ টাকা। রিজেন্ট পার্কের পরিবারেরও একই দশা। বাঁশদ্রোণী ও রিজেন্ট পার্ক থানায় আলাদা আলাদাভাবে কেস রুজু হয়।

    তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দারা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন। সেখান থেকেই জানতে পারেন, অভিযুক্তরা পুরনো অপরাধী। এর আগেও একাধিকবার ধরা পড়েছে তারা। জামিন পেয়ে ফের চুরি করতে শুরু করেছে। পুলিশের কাছে খবর আসে, তারা জেলায় গিয়েছে জিনিস হাতাতে। তাদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। সোর্স মারফত জানা যায়, অভিযুক্তরা বৃহস্পতিবার রাতে কলকাতায় ফিরছে। মধ্য কলকাতায় আসামাত্রই তিন অভিযুক্ত বাবলু আচার্য, মহম্মদ ইলিয়াস ও মহম্মদ করিমকে গ্রেপ্তার করে লালবাজার। অভিযুক্তদের দাবি, চুরির সামগ্রী তারা জুয়েলারি ব্যবসায়ীদের বিক্রি করেছে। ধৃতদের জেরা করে ওই ব্যবসায়ীদের নাম জানার চেষ্টা চলছে।
  • Link to this news (বর্তমান)