• কুলতলি গুলি কাণ্ডে গ্রেফতার আরও এক, উদ্ধার বোমা-বন্দুক
    বর্তমান | ১১ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: চায়ের দোকানে কাজ করার সময় কুলতলির তৃণমূল কর্মী সেলিম খাঁ গুলিবিদ্ধ হয়েছিলেন। ঘটনার পাঁচদিন পর কুলতলি থানা অভিযুক্ত নুরউদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ কেল্লা এলাকা থেকে আরও এক অভিযুক্তকে শুক্রবার পাকড়াও করল। ধৃতের নাম সাদ্দাম  হাজরা। তার বাড়িতে তল্লাশি চালিয়ে রান্নাঘর থেকে উদ্ধার হয় একটি বোমা। পাওয়া গিয়েছে একটি বন্দুক। অভিযুক্তের ঘরে ঢুকে তাজ্জব বনে যায় পুলিশ। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে কুলতলি বিডিও অফিসের জাল স্ট্যাম্প সিল। যা জাল করে জমি জমা সংক্রান্ত কাজে ব্যবহার করত অভিযুক্ত। এদিকে, জাল স্ট্যাম্প সিল পাওয়ায় অবাক বিডিও সুচন্দ্রন বৈদ্য বলেন, কীভাবে ওখানে স্ট্যাম্প এল জানি না। কুলতলির তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এই নিয়ে মোট দু’জন গ্রেফতার হল। 

    প্রসঙ্গত, গত রবিবার রাতে কুলতলির বৃন্দাবনের খেয়াঘাটে চায়ের দোকানে কাজ করার তৃণমূল কর্মী সেলিম খাঁকে লক্ষ্য করে চারটি গুলি মারা হয়েছিল। দু’টি গুলি তাঁর শরীরে লেগেছিল। সেলিম খাঁ এখনও এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, সাদ্দাম ঘটনার দিন বোমা ও বন্দুক সরবরাহ করেছিল নুরউদ্দিন, নজরুলদের। ঘটনার সময় গুলি ছোড়ার পর বোমাবাজিও করা হয়েছিল। অভিযুক্ত সাদ্দাম ২০১৫ সালে টিটাগড় থানায় একটি খুনের অভিযোগে গ্রেফতার হয়েছিল। জেলও খেটেছিল। সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত নজরুলের খোঁজ করছে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)