সম্পত্তি সংক্রান্ত প্রতারণা, সল্টলেকে ধৃত প্রোমোটার
বর্তমান | ১১ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সম্পত্তি সংক্রান্ত প্রতারণার অভিযোগে সল্টলেকের এক প্রোমোটারকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা শাখা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাজীবরঞ্জন কুমার। গত ১৪ সেপ্টেম্বর সল্টলেকের এক বাসিন্দা তাঁর বিরুদ্ধে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সল্টলেকের সি ডি ব্লকের একটি সম্পত্তি হস্তান্তরে জাল দলিল তৈরির অভিযোগের তদন্ত করে গোয়েন্দা শাখা। বুধবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ডের জন্য আবেদন করেছিল। আদালত ১০ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে। পুলিশ আরও জানিয়েছে, গত ৭ সেপ্টেম্বর এক অবসরপ্রাপ্ত বিচারপতিও ওই প্রোমোটারের বিরুদ্ধে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। তাঁর আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৪ কোটি টাকা। ওই ঘটনারও তদন্ত করছে কমিশনারেটের গোয়েন্দা শাখা।