কাল সকাল ৭টায় দক্ষিণেশ্বর ও হাওড়া রুটে মেট্রো পরিষেবা শুরু
বর্তমান | ১১ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আয়োজিত পরীক্ষায় লক্ষ লক্ষ যুবক নিজেদের ভাগ্য যাচাইয়ে বসতে চলেছেন। আগামী কাল রবিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি চাকরির এই পরীক্ষা নির্বিঘ্নে আয়োজনে সাহায্যের হাত বাড়াল রেল। পরীক্ষার্থী ও অভিভাবকদের সহজে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে ছুটির দিনে দু’ঘণ্টা আগে মেট্রো পরিষেবা চালু হবে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর ও হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ— জোড়া রুটে এই স্পেশাল সার্ভিস মিলবে। সাধারণত রবিবার সকাল ৯টায় এই দুই করিডরে দিনের প্রথম মেট্রো পরিষেবা চালু হয়। তবে কাল ৭টায় প্রথম সার্ভিস শুরু হবে। নর্থ-সাউথ রুটে রবিবার ১৩০টি মেট্রো পরিষেবা চলে। তা কাল বেড়ে হবে ১৩৮টি। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত আপ-ডাউনে ৩০ মিনিট পরিষেবা মিলবে। যদিও দিনের শেষ পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকবে। অন্যদিকে, গ্রিন লাইনে আগামী কাল বাড়তি ৮টি মেট্রো চলবে। গঙ্গাবক্ষের মেট্রো লাইনে রবিবার সবমিলিয়ে ১১২টি পরিষেবা পাবেন যাত্রীরা। হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে সকাল ৭টায় দিনের প্রথম মেট্রো পরিষেবা চালু হবে। একইভাবে সকাল ৯টা পর্যন্ত আধ ঘণ্টা অন্তর আপ-ডাউনে মেট্রো পাওয়া যাবে। তবে দিনের শেষ মেট্রোর সূচি একই থাকবে। নোয়াপাড়া-বিমান বন্দর মেট্রো রুট অন্যান্য রবিবারের মতোই পরিচালিত হবে। তবে জোকা-মাঝেরহাট এবং কবি সুভাষ-বেলেঘাটা রুট দুটি রবিবার নিয়ম মতোই বন্ধ থাকবে। মেট্রো কর্তাদের আশা, বাড়তি এই পরিষেবা পরীক্ষার্থীদের পক্ষে বিশেষ সহায়ক হবে।