নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটিতে কালীপুজো ঘিরে বিপুল জন সমাগম হয়। ভিড় বেশি দেখা যায় বড়মার মন্দিরে। এবছর বড়মার মন্দিরে আসছেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই পুজোর ভিড় এবং অভিষেকের সফর ঘিরে অতিরিক্ত সতর্কতা নিয়েছে পুলিশ। শুক্রবার আরপিএফ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, পূর্ত এবং বিদ্যুৎদপ্তরের আধিকারিক ও নৈহাটি পুরসভার চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন পুলিশ কমিশনার মুরলিধর শর্মা। ১৩ অক্টোবর বারাকপুর পুলিশ কমিশনারেট এবং আরপিএফ যৌথ পরিদর্শনে বেরবে বলে জানা গিয়েছে।
বৈঠক সূত্রে জানা গিয়েছে, নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বলেছেন, স্টেশনের পূর্ব দিকের ব্রিজ দুর্বল হয়ে পড়েছে। ব্রিজে ভিড় হলে সেটি কাঁপে। বিপজ্জনক অবস্থায় রয়েছে ব্রিজ। পাশাপাশি সাবওয়ে তৈরি হয়েছে অপরিকল্পিতভাবে। একটু বৃষ্টিতেই জল জমে যায়। এছাড়া ছ’নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাতায়াতে সমস্যায় পড়তে হয় রেলযাত্রীদের। গতবছর বড়মার মন্দিরে দশ লক্ষ মানুষ এসেছিল। এবার আরও বেশি ভিড়ের সম্ভাবনা। পুলিশ কমিশনার জানান, ১৩ তারিখ যৌথ পরিদর্শন হবে। তারপর হবে ভিড় নিয়ন্ত্রণের পরিকল্পনা। আরপিএফ এবং রাজ্য পুলিশ যৌথভাবে কন্ট্রোল রুম চালাবে। দুর্বল ব্রিজ এবং সাবওয়ের বিষয়টি রেলকে জানানো হয়েছে।