• জামিন পেলেন কামারহাটির জয়ন্ত
    বর্তমান | ১১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টে জামিন পেলেন কামারহাটির মাফিয়া জয়ন্ত সিংহ ওরফে ‘জায়ান্ট’। ২০২৪ সালের ৩ জুলাই দক্ষিণেশ্বর থানায় জয়ন্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১১ ধারায় একটি মামলা রুজু হয়েছিল। সেই মামলাতেই শর্ত সাপেক্ষে জামিন হয়েছে জয়ন্তের। বিচারপতি বিশ্বরূপ চৌধুরী জানিয়েছেন, আপাতত বারাকপুর কমিশনারেট এলাকায় যেতে পারবেন না জয়ন্ত। শুধু অফিসার ইন-চার্জের সঙ্গে দেখা করতে পারবেন। গত বছর জুলাইয়ে মা ও ছেলেকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছিল সেই ঘটনায় গ্রেফতার হন জয়ন্ত। পরবর্তী সময়ে জয়ন্তের বিরুদ্ধে একের পর এক ভিডিয়ো প্রকাশ্যে আসতে থাকে। তাতে এক নাবালককে চোর সন্দেহে ক্লাবে এনে যৌন হেনস্থা চালানো সহ এক যুবককে ঝুলিয়ে বেধড়ক মারধরের ঘটনাতেও জয়ন্তের নাম জড়ায়।  
  • Link to this news (বর্তমান)