নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ১৫ অক্টোবর শহরের কালীপুজোর উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা কলকাতা পুলিশের। জানা গিয়েছে, মূলত নিষিদ্ধ শব্দবাজি ফাটানো বন্ধ, কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমা মেনে মাইক বাজানো, দূষণ নিয়ন্ত্রণ এবং ভাসান সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে আলোচনা হওয়ার কথা সেখানে। কলকাতা শহরের নামী পুজো উদ্যোক্তাদের দু’জন প্রতিনিধির পাশাপাশি বৈঠকে কলকাতা পুরসভা, সিইএসসি, দমকল, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বিকেল চারটে থেকে আলোচনা শুরু হওয়ার কথা। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার নেতৃত্বে কলকাতার সব থানার ওসিদের পাশাপাশি পদস্থকর্তারা উপস্থিত থাকবেন।