• মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই এয়ারগান সহ আটক শিক্ষক, ৭ ঘণ্টা পর মুক্ত
    বর্তমান | ১১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে বৃহস্পতিবার বিকেলে পিঠে ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলেন এক যুবক। সন্দেহ হওয়ায় কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করে ব্যাগ তল্লাশি করলে একটি এয়ারগান পাওয়া যায়। সঙ্গে সঙ্গে দেবাঞ্জন চট্টোপাধ্যায় নামের ওই ব্যক্তিকে আটক করে কালীঘাট থানার হাতে তুলে দেওয়া হয়। থানার অফিসাররা দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁর পরিচয় জানতে পারেন। দেবাঞ্জন জানান, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছিলেন। পাশাপাশি পুলিশ বন্দুকের লাইসেন্স যাচাই করে জানতে পারে, ওই এয়ারগানটি বৈধ। তার লাইসেন্স রয়েছে। দীর্ঘ সাত ঘণ্টা জেরার পর তাঁকে অবশ্য ছেড়ে দেওয়া হয়।

    পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জনের বাড়ি সল্টলেকে। তিনি একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করেন। শ্রীরামপুর রাইফেলস ক্লাবের সঙ্গে তিনি যুক্ত। তাঁর ব্যাগে কী রয়েছে, পুলিশ জানতে চাইলে তিনি বলেন, এয়ারগান। পুলিশ ব্যাগ খুলতেই সেটি দেখতে পায়। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করা হয়। কিন্তু কেন এয়ারগান নিয়ে কালীঘাট এলাকায় এসেছেন, এই প্রশ্নের উত্তরে তিনি পুলিশের কাছে দাবি করেন, দু’টি আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন। তবে এয়ারগান নিয়ে ভিতরে যাওয়ার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। সেটি নির্দিষ্ট জায়গায় জমা করেই যেতেন। পুলিশকে তিনি জানিয়েছেন, গত মার্চ মাসে তাঁর বাবা মারা যান। কিন্তু সরকারি স্বাস্থ্য প্রকল্পের টাকা পাননি এখনও। এর আগে এই ইস্যুতে নবান্নেও যান। কিন্তু তাঁকে ঢুকতেই দেওয়া হয়নি। সেকারণে এবার সোজা কালীঘাটে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তিনি আইনি পেশায় যুক্ত রয়েছেন। ফলে তাঁর উপর অনেকের আক্রোশ রয়েছে। এমনকী, হামলার ঘটনাও ঘটতে পারে বলে তাঁর আশঙ্কা। একারণে মাস আটেক আগে তিনি বৈধ লাইসেন্স সহ আইনি পথে এয়ারগান কেনেন। এই বন্দুক সাধারণ পাখি মারার জন্য ব্যবহার করা হয়। সবকটি গুলি অবশ্য বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে তিনি পুলিশকে জানিয়েছেন, এই প্রথম নয়, এর আগেও দু’বার কালীঘাটে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু তখনও তাঁকে আটকে দিয়েছিল পুলিশ।
  • Link to this news (বর্তমান)