• আনন্দপুরের ফ্ল্যাটে সহপাঠিনীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ
    বর্তমান | ১১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সহপাঠিনীর রুমে ফেলে যাওয়া জিনিসপত্র নিতে এসে তাঁকেই ধর্ষণের অভিযোগ উঠেছে এক কলেজ ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আনন্দপুর এলাকায় পেয়িং গেস্টদের থাকার একটি ফ্ল্যাটে। অভিযোগকারিণী ও অভিযুক্ত আনন্দপুরের একটি নামকরা বেসরকারি কলেজের পড়ুয়া বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে  ধর্ষণের মামলা রুজুর পর তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজ চলছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাসিন্দা ওই অভিযোগকারিণী পেয়িং গেস্ট হিসেবে থাকেন।  ওই রুমে তাঁর সঙ্গে আরও এক বান্ধবী রয়েছেন। পাশের একটি ফ্ল্যাটেও তিন তরুণী থাকেন। গত ২৫ সেপ্টেম্বর অভিযোগকারিণী তাঁর রুমমেটকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে ছিলেন। অভিযুক্ত তরুণ অভিযোগকারিণীকে বলেছিল, তিনি না থাকলে ফ্ল্যাটের চাবিটি যেন তাকে দিয়ে যান। তখন সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ওই ফ্ল্যাটে আসবে। সেইমতো নির্যাতিতা ফ্ল্যাটের চাবি দিয়ে যান অভিযুক্তকে। ২৫ সেপ্টেম্বর রাতে যথারীতি অভিযুক্ত যুবক ওই ফ্ল্যাটে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে। সারারাত মদ্যপান সহ হুল্লোড়ের পর ২৬ তারিখ সকালেই বেরিয়ে যায় দু’জন। অভিযোগকারিণী ফ্ল্যাটে ফিরে এসে দেখেন, তাঁর সহপাঠীর কিছু জিনিস পড়ে রয়েছে। ফোন করে তিনি সেকথা জানিয়েও দেন সহপাঠীকে। সেগুলি নেওয়ার জন্য সন্ধ্যায় তাকে আসতে বলেন অভিযোগকারিণী। সেই মতো ওই দিন সন্ধ্যায় রুমে আসে ছাত্রটি। দু’জনে মিলে মদ্যপান করে। অভিযোগ এই সময় সহপাঠিনীকে ধর্ষণ করে সে। এরপর নির্যাতিতা পূজোর ছুটিতে বাড়ি  চলে যান। ছুটি শেষে ৭ অক্টোবর কলেজ খুললে শিক্ষকদের বিষয়টি জানান তিনি। তাঁরা থানায় অভিযোগ করার পরামর্শ দিলে ওই ছাত্রী আনন্দপুর থানায় লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে পুলিশ ধর্ষণের কেস রুজু করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে নির্যাতিতার পরণের জামাকাপড়। তাঁর মেডিকেল পরীক্ষাও করানো হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)