• বিনা খরচে আইনি পরিষেবা ২০০’র বেশি বিচারপ্রার্থীকে
    বর্তমান | ১১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ২১ মাসে দুই শতাধিক বিচারপ্রার্থীকে বিনামূল্যে আইনি পরিষেবা দিয়েছে অবসরপ্রাপ্ত বিচারকদের একাংশ। রাজ্য রিটায়ার্ড জাজেস অ্যাসোসিয়েশন সূত্রে এই খবর জানা গিয়েছে। অবসরপ্রাপ্ত কয়েকজন বিচারক জানান, যাঁরা দুঃস্থ বলে নানা আইনি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এমন মানুষজনকে বিনা খরচে পরিষেবা দেওয়া হয়। তাতে ওই বিচারপ্রার্থীরা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। জানা গিয়েছে, দেওয়ানি এবং ফৌজদারি মামলা সংক্রান্ত বিষয় নিয়ে যারা এসেছিলেন, তাঁরা কোন পথে আইনি লড়াই চালাবেন, সেই বিষয়ে তাঁদের নানা পরামর্শ দেওয়া হয়। বিচারপ্রার্থীরা যেসব আইনি সমস্যা নিয়ে এসেছিলেন, সেই তালিকায় রয়েছে খোরপোশ, বিবাহ বিচ্ছেদ, পারিবারিক হিংসা সংক্রান্ত নানা মামলা। এছাড়াও রয়েছে নানা ফৌজদারি মামলা। অবসরপ্রাপ্ত বিচারকদের সংগঠন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে শহরের দু’টি জায়গায় চলছে বিনামূল্যে এই আইনি পরিষেবা প্রদান। আগামী দিনে শহরের আরও নানা জায়গায় এই আইনি পরিষেবা দেওয়া হবে। ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে অবসরপ্রাপ্ত বিচারকদের সংগঠনের সদর কার্যালয়েও এই আইনি পরিষেবা মেলে।
  • Link to this news (বর্তমান)