• হরিয়ানার আত্মঘাতী IPS পূরণ কুমারের ময়নাতদন্ত করাতে অবশেষে রাজি পরিবার
    এই সময় | ১১ অক্টোবর ২০২৫
  • আত্মহত্যার চার দিন পরে আজ, শনিবার সকালে হরিয়ানার মৃত আইপিএস অফিসার ওয়াই পূরণ কুমারের ময়নাতদন্ত হবে। ওই অফিসার হরিয়ানার অতিরিক্ত ডিজি ছিলেন। চার দিন আগে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে তিনি আত্মঘাতী হন।

    পুলিশ সূত্রে খবর, পূরণ কুমারের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত করার জন্য চণ্ডীগড়ের হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। দ্রুত ময়নাতদন্ত করার জন্য সম্মতি দিতে শুক্রবার পূরণের পরিবারের লোকজনকে বোঝাতে গিয়েছিলেন রাজ্যে মন্ত্রী কৃষাণলাল পানওয়ার। পরে পূরণের বাড়িতে যান রাজ্যের মুখ্যসচিব অনুরাগ রাস্তোগী ও অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) সুমিতা মিশ্র। সূত্রের খবর, রাজ্য প্রশাসনে উচ্চকর্তাদের সঙ্গে কথা বলার পরে পূরণের ময়নাতদন্ত করাতে রাজি হন পরিবারের লোকজন।

    হাসপাতাল সূত্রে খবর, শনিবার সকাল ১০টা নাগাদ পূরণ কুমারের ময়নাতদন্ত হবে। তার দায়িত্বে রয়েছেন বিশেষজ্ঞ একদল চিকিৎসকও। ময়নাতদন্তের প্রক্রিয়া ভিডিওগ্রাফি করে রাখবে পুলিশ। পুলিশ এও জানিয়েছে, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ নিয়ে তদন্তও শুরু হয়েছে।

    মৃত্যুর আগে পূরণ কুমার সুইসাইড নোট লিখে গিয়েছিলেন। তাতে হরিয়ানার একাধিক আইএএস এবং আইপিএস অফিসারের বিরুদ্ধে তাঁকে জাতপাত তুলে অপমানকর কথা বলার অভিযোগ জানিয়ে যান পূরণ কুমার। সেই নোটের ভিত্তিতে পুলিশের কাছে পূরণকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ জানান তাঁর স্ত্রী। ওই মহিলাও হরিয়ানার আইএএস অফিসার। পূরণের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে চণ্ডীগড় পুলিশ হরিয়ানার ডিজি, রোহতকের এসপি-সহ ১৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। যাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে তাঁদের মধ্যে রয়েছে হরিয়ানার অবসরপ্রাপ্ত কয়েকজন আইএএস অফিসারও।

  • Link to this news (এই সময়)