দিল্লিতে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি কোনও মহিলা সাংবাদিককে। এই অভিযোগে সরব হয়েছিলেন একাধিক মহিলা সাংবাদিক। এ বার এই নিয়ে প্রতিক্রিয়া দিল কেন্দ্র। এই অভিযোগ প্রসঙ্গে এক সূত্রের দাবি, আফগান বিদেশ মন্ত্রীর সাংবাদিক বৈঠকের সঙ্গে বিদেশ মন্ত্রকের কোনও সম্পর্ক ছিল না।
দুর্গাপুরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রীকে গণ ধর্ষণের অভিযোগ। শুক্রবার রাত প্রায় ন’টা নাগাদ ওই ছাত্রী তাঁর সহপাঠী এক ছাত্রর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময়ে পাঁচ যুবক এসে তাদের আটক করে এবং ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানেই গণধর্ষণের শিকার হন ওই ছাত্রী।
ISI চর সন্দেহে রাজস্থানের আলওয়ার থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রাজস্থান পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, ধৃতদের নাম মঙ্গত সিং। অপারেশন সিঁদুরের সময় থেকে তার উপর নজর রাখা হচ্ছিল। পাকিস্তানের বাসিন্দা ঈশা শর্মা নামে এক মহিলা মঙ্গতকে হানি-ট্র্যাপ করেন বলে গোয়েন্দাদের দাবি।
আর্থিক তছরুপের ঘটনায় গ্রেপ্তার রিলায়েন্স পাওয়ার লিমিটেডের পদস্থ আধিকারিক তথা অনিল আম্বানির সহযোগী অশোককুমার পাল।
শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
কুলতলিতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত। ধৃতের নাম সাদ্দাম হাজরা। শুক্রবার কুলতলির কেল্লা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।