• অদূরেই বর্ষার ‘ছুটি’, ঘূর্ণাবর্তের প্রভাবে শনিতেও ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা
    এই সময় | ১১ অক্টোবর ২০২৫
  • রবিতেই মৌসুমী বায়ু বিদায়ের পর্ব শুরু। ১২ অক্টোবর উত্তরবঙ্গ এবং ১৮ অক্টোবর দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায়ের পথ সুগম হতে চলেছে, পূর্বাভাস হাওয়া অফিসের। বিদায়ের আগে অবশ্য রাজ্যে কোথাও আর অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারবে না মৌসুমী বায়ু, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া জোড়া ঘূর্ণাবর্তের ছেড়ে যাওয়া প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে ঢুকেছে। এর কারণে শনিবারও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা দক্ষিণবঙ্গের আট জেলায়। বৃষ্টিপাতের পরিমাণ শুক্রবারের থেকে অনেকটাই কমবে। আগামী মঙ্গলবার থেকে কলকাতার আবহাওয়া বদলাতে পারে। ভোরের দিকে শুষ্ক থাকবে আবহাওয়া। তবে এখনই দিন এবং রাতের তাপমাত্রার খুব একটা বেশি পতন হবে না, জানাচ্ছেন আবহবিদরা।

    এ দিন দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। যদিও রবিবার থেকে আর বৃষ্টিপাতের কোনও সতর্কতা নেই।

    অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের কোনও সতর্কতা নেই। আংশিক মেঘলা থাকবে আকাশ। স্থানীয় ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। কমবে বৃষ্টির সম্ভাবনাও।

    শনিবার শহর কলকাতায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম এবং শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ১০০ শতাংশ এবং সর্বনিম্ন ৭৩ শতাংশ।

  • Link to this news (এই সময়)